বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির
অর্থের জন্য বিকল্প পথ খুঁজছে রাজ্য
১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক বছর। বাংলাকে ১০০ দিনের কাজের টাকা ছাড়েনি কেন্দ্র। যার প্রভাব পড়ছে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির ক্ষেত্রে। ১০০ দিনের কাজের প্রকল্পের থেকে অর্থ মঞ্জুর হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির জন্য। কেন্দ্র এই প্রকল্পের টাকা আটকে দেওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির অর্থ জোগাতে বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে রাজ্য। 
রাজ্যে এই মুহূর্তে ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে। যার মধ্যে অধিকাংশই চলে ভাড়া করা জায়গায় বা স্কুলবাড়িতে। ফলে প্রতি বছর ভাড়া বাবদ মোটা টাকা গুনতে হয় রাজ্যকে। যা বাঁচানো গেলে ব্যবহার করা যাবে শিশুদের পুষ্টিকর খাদ্য দেওয়ার কাজে। সেই লক্ষ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি থাকার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সম্প্রতি, গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশকুমার সিং একটি চিঠি পাঠিয়েছেন প্রতিটি রাজ্যকে। সেই চিঠিতে বলা হয়েছে, ১০০ দিনের কাজ প্রকল্প থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি গড়ার খরচ বাড়িয়ে করা হচ্ছে ৮ লক্ষ টাকা। আগে যা ছিল ৫ লক্ষ টাকা। এর মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সরঞ্জাম থেকে শুরু করে মজুরির টাকাও ধরা রয়েছে। কেন্দ্র এই টাকা বাড়ানোর সিদ্ধান্তের কোনও ফলই পাবে না রাজ্য। উল্টে বাংলাকে ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত রাখার ফলে, আমাদের এই কাজের অর্থ অন্য জায়গা থেকে কীভাবে জোগাড় করা যায়, সেই কাজ করতে হচ্ছে, রাজ্যের এক আধিকারিক জানান।  নবান্নের এক আধিকারিক জানিয়েছেন,  কেন্দ্র টাকা না দিলেও মানুষ যাতে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তৈরির কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। কিন্তু টাকা না দিলে রাজ্যগুলি কীভাবে কাজ করবে, তা নিয়ে মাথাব্যথাই নেই তাঁদের। অন্যদিকে, সড়ক যোজনা নিয়ে ফের চিঠি দিল কেন্দ্র। কেন্দ্রীয় পোর্টাল ‘সিপিগ্রামে’ আসা অভিযোগের দ্রুত নিষ্পত্তি করার বোঝা চাপল রাজ্যের ঘাড়ে। 

4th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ