বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

শিক্ষকদের প্রাপ্য বকেয়া না মেটানোয় ক্ষুব্ধ হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়মতো শিক্ষকদের প্রাপ্য বকেয়া না মেটানোয় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহৎ কাজ। তাই তাঁদের অবসরের পর প্রাপ্য আর্থিক সুবিধা পেতে বিলম্ব হওয়াটা খুবই দুঃখজনক। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। 
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও একাধিক সরকারি স্কুলের শিক্ষক অবসর গ্রহণের পর তাঁদের বকেয়া আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না। এমন অভিযোগে দায়ের হওয়া মামলায় বিচারপতির নির্দেশে এদিন মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসক। তাঁদের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, কী করছেন আপনারা? আপনাদের এই আচরণ আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। কাল যখন আপনার সঙ্গে এমন হবে তখন কী করবেন? বছরের পর বছর শিক্ষকদের কাছ থেকে পরিষেবা নিয়ে বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের এভাবে নাজেহাল করছেন কেন? এরপরই বিচারপতি ওই  শিক্ষকদের বকেয়া দ্রুত মিটিয়ে দিতে নির্দেশ দেন।

4th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ