বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নোয়াপাড়া-বারাসত, নিউ গড়িয়া-এয়ারপোর্ট,
জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে বিপুল বরাদ্দ

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে ২০২৩-২৪ আর্থিক বছরে প্রায় দু’হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। গতবার কলকাতা মেট্রো প্রকল্পের বাস্তবায়নে ১ হাজার ২১৬ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার সেই বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ হাজার ২২০ কোটি ২৫ লক্ষ টাকা। মেট্রো প্রকল্পের বাস্তবায়নের পাশাপাশিই সামগ্রিকভাবে কলকাতা মেট্রোর বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে। নোয়াপাড়া-বারাসত, নিউ গড়িয়া-এয়ারপোর্ট, জোকা-এসপ্ল্যানেডের মতো একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পে বিপুল বরাদ্দ হয়েছে। শুক্রবার বিভিন্ন প্রকল্প সংবলিত জোনভিত্তিক পিঙ্ক বুক প্রকাশ করেছে রেলমন্ত্রক। তাতেই কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্প রূপায়ণে আর্থিক বরাদ্দ বৃদ্ধির ছবি সামনে এসেছে।
নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পে দেওয়া হয়েছে ৬২০ কোটি টাকা। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের জন্য মিলেছে ১ হাজার ২০০ কোটি টাকা। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৩৫০ কোটি টাকা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নোয়াপাড়া-বারাসতের ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বৃদ্ধির হার ২২ শতাংশের বেশি। কিন্তু নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে বাজেট বরাদ্দ বৃদ্ধির হার ২০০ শতাংশেরও বেশি। রেলের পিঙ্ক বুক থেকে দেখা যাচ্ছে যে, বরানগর-বারাকপুর এবং দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের জন্য এবার বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা। যদিও ২০২২-২৩ অর্থবর্ষের সংশোধিত বাজেটে এই প্রকল্পে বরাদ্দের পরিমাণ ছিল ১৩৬ কোটি টাকা। সেন্ট্রাল পার্ক মেট্রো-হলদিরাম প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ পাঁচ লক্ষ টাকা। প্রিন্সেপঘাট-মাঝেরহাট, দমদম ক্যান্টনমেন্ট-এয়ারপোর্ট, উল্টোডাঙা-রাজারহাট এবং রিমাউন্ট রোড-সন্তোষপুর ভায়া গার্ডেনরিচ-মেটিয়াবুরুজ সহ কলকাতা সার্কুলার রেলওয়ের জন্য বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রেলের লাইন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্যও বাড়ানো হয়েছে বাজেট বরাদ্দের পরিমাণ। গতবার যা ছিল ১৩ কোটি ৭৭ লক্ষ টাকা, এবার সেই পরিমাণ হয়েছে ২০ কোটি ৮২ লক্ষ টাকা। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, বৃদ্ধির পরিমাণ প্রায় ৫১ শতাংশ। তবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ক্ষেত্রে বাজেট বরাদ্দের পরিমাণ গতবারের থেকে কমেছে। অর্থাৎ, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দের পরিমাণ হ্রাস পেয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে কেএমআরসিএলে বাজেট বরাদ্দ হয়েছিল ১ হাজার ১০০ কোটি টাকা। এবার তা কমে হয়েছে এক হাজার কোটি টাকা। 

4th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ