বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বন্দে ভারতম নৃত্যোৎসবে
অংশগ্রহণে রেকর্ড বাংলার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্দে ভারতম নৃত্যোৎসবে অংশগ্রহণে অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলল বাংলা। পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় সল্টলেকের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে ২৮ এবং ২৯ নভেম্বর রাজ্যের ৭০০ জন নৃত্যশিল্পী বন্দেভারতম নৃত্যোৎসবে অংশ নেবেন। ৩০ নভেম্বর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে হবে জোনাল স্তরের প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেরা শিল্পীরা সুযোগ পাবেন এখানে। বিভিন্ন জোন থেকে বাছাই শিল্পীরা নয়াদিল্লিতে ২৬ জানুয়ারি নৃত্য পরিবেশন করবেন। শনিবার পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি জানান, পশ্চিমবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক শিল্পী বন্দেভারতম নৃত্যোৎসবে অংশ নিচ্ছেন। অন্য কোনও রাজ্য থেকে এত সংখ্যক আবেদনপত্র আসেনি। উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে পালিত হচ্ছে বন্দেভারতম নৃত্যোৎসব। এই কর্মসূচিতে অংশ নিতে শিল্পীদের বয়স হতে হবে ১৭ থেকে ৩০ বছর। লোকনৃত্য, শাস্ত্রীয়, সমকালীন ও ফিউশন এই চার ধরনের উপস্থাপনা করতে পারবেন শিল্পীরা।  কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এদিন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা ২০২২-২০২৩ সালে বিভিন্ন রাজ্যের কর্মসূচিও ঘোষণা করেন। অধিকর্তা জানান, এ রাজ্যে তাঁদের ব্যবস্থাপনায় গ্রামীণ যাত্রা, কলকাতা থিয়েটার উৎসব, দশাই, ভাওয়াইয়া, মকর সংক্রান্তি মেলা, বসন্ত কবিতা উৎসব, দোল উৎসব, টুসু পরব এবং বাউল ফকির উৎসব হবে। 

27th     November,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ