বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

গোরু পাচার কাণ্ড
অভিযুক্ত লতিফ হঠাৎ
আসানসোল আদালত চত্বরে

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গোরু পাচার কাণ্ডে এনামুলের প্রধান শাগরেদ সে। সিবিআই চার্জশিটে তার নামও জ্বলজ্বল করছে। দেশের অন্যতম সেরা তদন্তকারী সংস্থার আর্জিতে কোর্ট থেকে তার বিরুদ্ধে বেরিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সিবিআইয়ের চোখে ধুলো দিয়ে থাকা আব্দুল লতিফ  সশরীরে আসানসোল আদালত চত্বরে! আদালত সূত্রে খবর, শুক্রবার এমন ঘটনারই সাক্ষী থাকল আসানসোল আদালত চত্বর। আসানসোল আদালত চত্বরে থাকা আ‌ইনজীবী শেখর কুণ্ডুর সেরেস্তায় দশটায় হাজির হয় আব্দুল। আইনি পরামর্শ নিয়েই সে তড়িঘড়ি কোর্ট চত্বর ছাড়ে। এরপর থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 
আইনজীবী শেখর কুণ্ডু বলেন, আমার সেরেস্তায় আব্দুল লতিফ এসেছিল। কিন্তু এবিষয়ে আমি বিস্তারিত কোনও মন্তব্য করব না। সিবিআই আ‌ইনজীবী রাকেশ কুমারের কাছে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
অভিযোগ, আব্দুল লতিফ গোরু পাচার কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড। বীরভূমের ইলামবাজারে অগাধ সম্পত্তি বানিয়েছে সে। ইলামবাজার হাট থেকে গোরু সংগ্রহ করে বাংলাদেশে পাচার করা, পশুহাট থেকে এনামুল হকের নামে ভুয়ো চালান বের করা, কাস্টমসের অকশনে অংশ নিয়ে এনামুল হকের হয়ে গোরু সংগ্রহ করা, সবেতেই সে জড়িত। সিবিআইয়ের দেওয়া চার্জশিটে তার নামে প্রচুর অভিযোগ। এহেন আব্দুল লতিফ কী করে জেলের বা‌ই঩রে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা।

1st     October,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ