বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্বাধীনতা ৭৫
মমতার ডিপিতে ঐক্যবদ্ধ ভারত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভাজনের ভারতবর্ষ নয়, বৈচিত্রের মধ্যে ঐক্য আর সম্প্রীতি—এই আমাদের দেশ। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সংহতির সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে ফেললেন সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি। দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে জাতীয় পতাকার ছবি দিয়ে স্বাধীনতার গৌরবগাথা স্মরণ করেন তিনি। সেই সঙ্গে তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শুরু করল প্রচারের নতুন কর্মসূচি ‘#myideaforindiaat75’। স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছরে কী ভাবছেন সাধারণ মানুষ, তা জানতে চান মুখ্যমন্ত্রী। জাতীয়তাবোধ উস্কে দিতে গত এক বছর ধরে নানা প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রায় সব সরকারি অনুষ্ঠান বা প্রকল্পের গায়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ তকমা সেঁটে দেওয়া হয়েছে। বছরভর এই প্রচারে কোষাগার থেকে খরচ হয়েছে কোটি কোটি টাকা। বহু ক্ষেত্রেই প্রচারের সেই ঢক্কানিনাদ বেমানান মনে হলেও দমে যায়নি মোদি সরকার। ‘হর ঘর তেরঙ্গা’ প্রকল্প সফল করতে কয়েকদিন ধরে যেভাবে উঠেপড়ে লেগেছে তারা, তাতে মনে হতে পারে, স্বাধীনতা দিবস উদযাপন শুধু কেন্দ্রেরই এজেন্ডা। আপামর ভারতবাসীর নিজের মতো করে কিছু করার বা বলার অবকাশ নেই। রাজনৈতিক মহল মনে করছে, কেন্দ্রীয় সরকারের ছত্রছায়ায় স্বাধীনতা দিবস উদযাপনকেও যেভাবে গেরুয়াকরণের চেষ্টা হচ্ছে, তা নস্যাৎ করতেই নিজের মতো করে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঐক্যের প্রতীক ভারতবর্ষ।  সেই কথাই শনিবার টুইটে মনে করিয়েছেন মমতা। লিখেছেন, ‘আমাদের চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু ভারতবর্ষ মানে একতা। এখানে গণতন্ত্র এবং মানুষের অধিকারই সবার আগে।’ মুখ্যমন্ত্রীর সেই বার্তাই নতুন করে শুনিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘ভারতবর্ষই আমাদের শক্তি।’  

14th     August,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ