বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ইউজিসি ফতোয়ায় অনুমোদন
যাওয়ার শঙ্কায় কলেজগুলি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ২০ বছরের অনুদান খরচের পাই পাই হিসেব পাঠতে হবে ইউজিসির কাছে। হিসেব দিতে না পারলে ফেরত দিতে হবে টাকা। আর তাতে ব্যর্থ হলে অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে কলেজগুলির। কেন্দ্রীয় নিয়ামক সংস্থার এমন ফতোয়া পেয়ে নাজেহাল কলেজগুলি। আজ, বুধবারই সেই হিসেব জমা দেওয়ার শেষ দিন।
দেশজুড়েই সমস্ত কলেজ থেকে এই তথ্য চেয়ে পাঠিয়েছে ইউজিসি। দশম একাদশ এবং দ্বাদশ প্ল্যানে প্রাপ্ত অর্থের হিসেব দিতে এই মুহূর্তে নাজেহাল অধ্যক্ষরা। অধ্যক্ষরা রোজই হত্যে দিচ্ছেন ইউজিসির কলকাতা অফিসে। একজন অধ্যক্ষ বলেন, অত আগে খুঁটিয়ে রেকর্ড রাখা হতো না। যদিও, সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া রয়েছে। তার উপরে এমন কিছু তথ্য চাওয়া হয়েছে, যা না দিতে পারলে অর্থ ফেরত দিতে হবে। এখন পরীক্ষা চলছে, সেদিকটা অগ্রাহ্য করেই ইউজিসি অফিসে ছুটতে হচ্ছে। এতদিনের পুরনো হিসেব এর আগে চাওয়া হয়নি। এর মধ্যে অন্তত দু’তিন জন অধ্যক্ষ বদল হয়েছেন। ফলে সমস্যাটা আরও গভীরে। 

6th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ