বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কৃষিজ পণ্যের বাজার বাড়াতে ৯
জুলাই এগ্রি বিজনেস মিট নবান্নে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ্যে বিনিয়োগ টানাই যে তাঁর মূল লক্ষ্য তা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পে বিনিয়োগ টানার পাশাপাশি কৃষি ক্ষেত্রে আরও উন্নয়নে ও কৃষিজ দ্রব্যের জন্য আরও বড় বাজার তৈরি করতেও বিশেষ উদ্যোগ নিচ্ছে তাঁর সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও এই বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে এবার ‘এগ্রি বিজনেস মিটের’ আয়োজন করল রাজ্য। 
আগামী ৯ জুলাই নবান্ন সভাঘরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে। জানা গিয়েছে নবান্ন সূত্রে। কৃষিজাত পণ্যের আরও ভালো বাজার তৈরি করতেই এই বৈঠকের আয়োজন। থাকবেন সংশ্লিষ্ট শিল্পপতিরা। সেখানে আরও থাকবেন কৃষি, কৃষি বিপণন, খাদ্য প্রক্রিয়াকরণ, পঞ্চায়েত, ক্ষুদ্র সেচ, ভারী শিল্প, ভূমি ও ভূমি সংস্কার, ক্ষুদ্র শিল্প সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা নিজ নিজ দপ্তরের রূপরেখা তুলে ধরবেন। রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, নাবার্ড এবং বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরাও থাকবেন এই বৈঠকে। 
কৃষিজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত সংস্থাগুলি রাজ্যকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। এসবের উপর ভিত্তি করে আগামী দিনের রোডম্যাপ তৈরি করবে রাজ্য। এক আধিকারিক জানান, চাষিদের নিয়ে ক্লাস্টার এবং ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন গড়ে কীভাবে কৃষিজাত দ্রব্যের জন্য আরও বড় বাজার নিশ্চিত করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা হবে। নবান্ন সভাঘরে সকাল সাড়ে ১০টা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগদান শুরু হবে। একাধিক স্তরে মোটমুটি সারাদিন ধরেই এই বৈঠক চলবে। 

5th     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ