বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কাল অশোক ঘোষের
জন্মশতবর্ষের সূচনা
ফব’র গোষ্ঠীদ্বন্দ্বে বিক্ষুব্ধদের পাল্টা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল ২ জুলাই ফরওয়ার্ড ব্লকের প্রবাদপ্রতিম নেতা প্রয়াত অশোক ঘোষের শততম জন্মদিবস। কিংবদন্তি নেতার জন্মশতবর্ষের সূচনা পর্ব অবশ্য সেভাবে পালন করছে না দলের বর্তমান নেতৃত্ব। আগামী কাল দেশের বিভিন্ন রাজ্যে দলীয় দপ্তরে অশোকবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমেই তাঁর জন্মশতবর্ষের সূচনা পর্ব পালনের কথা ঘোষণা করেছে পার্টির নেতৃত্ব। যদিও কিছুদিন আগে পর্যন্ত তারা এই দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে এক মঞ্চে হাজির করে আলোচনা সভার আয়োজনের পরিকল্পনা করেছিল। এমনকী, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই সভার অন্যতম বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথাও ভেবেছিল তারা।
কিন্তু কেন এই পরিকল্পনা এখনই বাস্তবায়িত হচ্ছে না? ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, আগামী এক বছর ধরে নানা কর্মসূচি পালিত হবে। তার মধ্যে ওই আলোচনা সভাও রয়েছে। প্রকাশিত হবে অশোকবাবুর বিভিন্ন লেখার সংকলনও। আপাতত ২ তারিখ দেশের সর্বত্র শ্রদ্ধাজ্ঞাপন করা হবে এই মহান নেতার উদ্দেশে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলের পতাকা পরিবর্তনের ইস্যুতে ফরওয়ার্ড ব্লকের অন্দরের কোন্দল এখন চরমে। সম্প্রতি দলের নেতা-কর্মীদের একাংশ পুরনো পতাকাকে সামনে রেখে আজাদ হিন্দ মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেছে। বৃহস্পতিবার টালিগঞ্জের পার্টি অফিসেই নয়া সংগঠনের রাজ্যদপ্তর খুলেছে বিক্ষুব্ধরা। শনিবার তারা সুবোধ মল্লিক স্কোয়ারে অশোকবাবুর ছবিতে মালা দিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। তাই গোষ্ঠীদ্বন্দ্বের আবহে অশোক ঘোষের জন্মশতবর্ষ ঘটা করে পালনের ঝুঁকি নিতে চাইছে না বর্তমান পার্টি নেতৃত্ব। 

1st     July,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ