বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়
বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে কালবৈশাখীর প্রভাব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকায় এবং উত্তর ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘের সঞ্চার হচ্ছে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, বর্ষা আসার সময় এগিয়ে আসায় ঝড়-বৃষ্টির চরিত্র ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে। বেশি সময় ধরে বৃষ্টি হওয়ার প্রবণতা বাড়বে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ার মাত্রা কমবে। কমে আসবে জোরালো কালবৈশাখীর সম্ভাবনাও। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রমেঘ সঞ্চার হয়েছিল। ঝড় বিশেষ হয়নি। তবে ভালোই বৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও আরব সাগরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম ভূখণ্ডের দিকে মৌসুমি বায়ু এগিয়ে আসছে। আগামী ২৭ মে নাগাদ কেরল উপকূলে প্রবেশ করবে মৌসুমি বায়ু। 

25th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ