বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের
চেয়ারপার্সনকে হাইকোর্টের তির্যক মন্তব্য
মামলা খারিজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল নন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন! রাজ্যের শিশুদের স্বার্থে মামলা দায়ের করে কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীকে হাইকোর্টের এমন তির্যক মন্তব্যের মুখে পড়তে হল। কোভিড পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশন রাজ্যে আট দফার ভোট ঘোষণা ও পরিচালনার জন্য বহু শিশুর ক্ষতি হয়েছে। করোনা আক্রান্ত শিশুদের কাছে সঠিক সময়ে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকী বহু শিশুর প্রাণ গিয়েছে। তাই ক্ষতিপূরণ দিক নির্বাচন কমিশন। এই মর্মে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। সম্প্রতি সেই মামলার রায়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিজেদের হাতে থাকা ক্ষমতা প্রয়োগ না করেই, কার্যত এক্তিয়ার বহির্ভূতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন কমিশনের চেয়ারপার্সন। একইসঙ্গে মামলাটি খারিজও করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। বেঞ্চ আরও জানিয়েছিল, শিশু সুরক্ষা কমিশনের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল নন চেয়ারম্যান। ‘দ্য কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস অ্যাক্টের ১৩, ১৪ এবং ১৫ নম্বর ধারা প্রয়োগ না করেই অর্থাৎ শিশুমৃত্যুর কোনরকম কারণ না খুঁজে বা কমিটির অন্য সদস্যদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই, সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চেয়ারপার্সন। 

24th     May,   2022
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ