বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যের আশ্বাসে আন্দোলন
স্থগিত রাখলেন নার্সরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভের জেরে হওয়া মামলায় বৃহস্পতিবার রাজ্য জানাল, বিক্ষোভকারীদের বেতন বৈষম্যের সমস্যা এক মাসের মধ্যে মেটানোর চেষ্টা চলছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে নার্সদের আইনজীবী জানান, আপাতত এই এক মাস আন্দোলন স্থগিত রাখবেন নার্সরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি।  
রাজ্য এদিন হলফনামা দিয়ে জানায়, নার্সদের আন্দোলনের জেরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। বাইরের লোকজনও বিক্ষোভে অংশ নিচ্ছে। জবাবে আন্দোলনকারীদের তরফে জানানো হয়, পরিষেবা ব্যাহত করা তাঁদের উদ্দেশ্য নয়। আসলে ২০১৩ সাল থেকে তাঁদের বেতন নিয়ে যে বৈষম্য চলছে, তা মেটানোর জন্য বারংবার অনুরোধ করা হলেও কাজ না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন নার্সরা।

3rd     December,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ