বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দুই জেলায় সাইক্লোন সতর্কতা
দীঘা, মন্দারমণি ও বকখালিতে
আজ থেকে তিনদিন বন্ধ হোটেল

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও দক্ষিণ ২৪ পরগনা: সাইক্লোনে ক্ষয়ক্ষতি ও জীবনহানি এড়াতে দীঘা, মন্দারমণি, বকখালিতে আজ, সোমবার থেকে তিনদিনের জন্য সমস্ত হোটেলে বুকিং বন্ধ করা হল। এদিন দুপুরের মধ্যেই দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির সমস্ত হোটেল খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার দুপুরে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা, কাঁথি মহকুমা শাসক ও হোটেল সংগঠনের কাছে ওই নির্দেশ পৌঁছে যাওয়ার পরই তোড়জোড় শুরু হয়। সেই খবর পাওয়ার পর রবিবার বিকেল থেকেই পর্যটকরা দীঘা ছাড়তে শুরু করেন।
আজ, সোমবার দীঘা উপকূলে হলুদ সতর্কতা জারি থাকছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর সাইক্লোন আছড়ে পড়ার আশঙ্কায় উপকূল এলাকায় জারি হয়েছে কমলা (অরেঞ্জ) সতর্কতা। উম-পুন ও যশ সাইক্লোন মোকাবিলার মতোই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। রবিবার সকাল থেকেই দীঘা, মন্দারমণি, দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে প্রশাসন ও পুলিসের উদ্যোগে মাইকিং হয়। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এদিনও পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হয়নি। নামখানার বিডিও শান্তনু সিংহঠাকুর ও উপকূলরক্ষী বাহিনীর অফিসাররা এদিন বকখালি পরিদর্শন করেন। পর্যটকদের সমুদ্রের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। হাওড়া-দীঘা স্পেশাল ট্রেন চালুর পর দীঘায় পর্যটক সংখ্যা বাড়ছিল। উইক এন্ড উপলক্ষে দীঘায় বেশ ভালো সংখ্যক পর্যটক এসেছিলেন। তাছাড়া এখন অনেকেরই ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাই আগের তুলনায় দীঘায় ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে নিম্নচাপ ঘনীভূত হওয়ার খবরে অনেকেই সমুদ্রের রুদ্ররূপ প্রত্যক্ষ করার আশায় সোম ও মঙ্গলবার হোটেল বুকিং করছিলেন। কিন্তু, সেই সব বুকিং বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যাঁরা এসেছিলেন, তাঁদের চলে যেতে বলা হয়। রবিবার সকাল থেকে দীঘা ছিল রোদ ঝলমলে। দুপুরের দিকে হাল্কা বৃষ্টি হয়। ওল্ড দীঘা ও নিউ দীঘায় পর্যটকদের ভিড় ছিল। কিন্তু, কোথাও তাঁদের সমুদ্রে নামতে দেওয়া হয়নি। দীঘা থানার পক্ষ থেকে এদিন উপকূল বরাবর মাইকিং করা হয়। মন্দারমণি কোস্টাল থানাও সকাল থেকে মাইকিং করে। দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির (ডিএসডিএ)এগজিকিউটিভ অফিসার মানস মণ্ডল বলেন, সোমবারের মধ্যেই দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির সব হোটেল খালি করতে হবে। মঙ্গলবার কোনও হোটেল, গেস্ট হাউস খোলা থাকবে না। ৭২ ঘণ্টার জন্য বুকিং বন্ধ। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, আমরা প্রত্যেক হোটেল মালিকের কাছে প্রশাসনের নির্দেশিকার কপি পাঠিয়ে দিয়েছি।

27th     September,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ