বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। পাশের হার ৯৯.৪ শতাংশ যা এখনও পর্যন্ত রেকর্ড। গতবার পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ। এক্ষেত্রেও মেয়েরা ছেলেদের ছাপিয়ে গিয়েছে। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ। আর ছেলেদের সেই হার ৯৮.৮৯ শতাংশ। রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ। এবছর করোনার জন্য পরীক্ষা হয়নি। স্কুলের ইউনিট টেস্ট (১০ নম্বর), ষাণ্মাসিক পরীক্ষা (৩০ নম্বর), প্রাক বোর্ড পরীক্ষার (৪০) নম্বরের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে। এর জন্য প্রতি স্কুলে অধ্যক্ষ, পাঁচজন বিষয়ভিত্তিক শিক্ষক এবং দু’জন বহিরাগত বিশেষজ্ঞ শিক্ষককে নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তাঁরাই এই নম্বর বোর্ডে পাঠিয়েছেন। এবছর গোটা দেশে ২১ লক্ষ ১৩ হাজার পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল। ১৬,৬৩৯ জন পরীক্ষার্থীর ফল এখনও প্রকাশ করা হয়নি। ডিপিএস রুবি পার্কের ছাত্রী সিয়া মালিক ৪৯৮ (৯৯.৬ শতাংশ) নম্বর পেয়ে তাক লাগিয়েছে।

4th     August,   2021
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ