বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

 আজ ও কাল বেশি
বৃষ্টির সম্ভাবনা
 
​​​​​​​

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির  মাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগণা ও পূর্ব  মেদিনীপুর জেলায় ঘূর্ণাবর্তের প্রভাব তুলনামূলকভাবে বেশি হবে। দক্ষিণবঙ্গে সাধারণভাবে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া কর্তা জানিয়েছেন। তবে যাই হোক, ২৮ জুলাই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং  ঝাড়খণ্ডেও যেভাবে প্রবল বৃষ্টি হয়েছিল সেরকম পরিস্থিতি হবে না। ওই সময়ে প্রবল বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয় তার রেশ এখনও চলছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢোকে। দক্ষিণবঙ্গ উপর দিয়ে এটি ঝাড়খণ্ডের দিকে চলে যায়। তবে এবারে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে সেটির আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলে গণেশবাবু জানিয়েছেন। ফলে আগেরটির তুলনায় এর প্রভাবে বৃষ্টি কম হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশা কিছুটা বেশি বৃষ্টি পেতে পারে।

4th     August,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ