বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিরোধী দলনেতা বাছতে
আজ বৈঠক বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে আদি এবং নব্যর দ্বন্দ্বে জর্জরিত হয়েছে বিজেপি। তবে মমতা-ঝড়ে বাংলায় ক্ষমতা দখলের ধারেকাছে আসতে পারেনি গেরুয়া শিবির। কিন্তু রাজ্যে প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে তারা। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা বাছাই করতে গিয়েও সেই আদি-নব্যর দ্বন্দ্বে জড়িয়েছে বিজেপি। দলীয় সূত্রে এমনটাই খবর। তআই রাজ্যে বিরোধী দলনেতার নাম চূড়ান্ত করতে গিয়ে রীতিমতো মেপে পা ফেলতে চাইছে নেতৃত্ব। বিজেপি’র অন্দরের খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেরকমই নির্দেশ দিয়েছে বঙ্গ ব্রিগেডকে। তাই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ঐকমত্যে পৌঁছতে চাইছেন বিজেপি নেতারা। যাতে পরে কোন্দল তৈরি না হয়।
এই পরিপ্রেক্ষিতে আজ, সোমবার কলকাতায় হেস্টিংস অফিসে সকাল ১১টায় নব নির্বাচিত বিধায়কদের বৈঠক ডেকেছে বিজেপি। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও বিজেপি’র অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। রবিবার রাতেই তাঁরা কলকাতায় এসেছেন। দলের অন্দরের খবর, বাংলায় বিজেপি’র ৭৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকের পর আজই বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হতে পারে। তবে কোনও কারণে যদি বিধায়করা এই প্রশ্নে ঐকমত্য না হয়, তাহলে ফের দিল্লিতে এ নিয়ে আলোচনায় বসবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দলের একাংশের মতে, ঐকমত্যে পৌঁছনোর সম্ভাবনাই প্রবল। কারণ শনিবার রাতে দিল্লিতে জে পি নাড্ডার বাড়িতে দলীয় নেতৃত্বের যে বৈঠক হয়েছে, তাতে মোটামুটিভাবে নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি’র অন্দরের খবর, আরএসএস ঘনিষ্ঠ এক বিধায়কের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে, তবে তিনি বাংলা ভাষায় ততটা সড়গড় নন। ফলে দলের একটি অংশের মধ্যে এই ইস্যুকে কেন্দ্র করে আপত্তি উঠতে পারে। অন্যদিকে, দলবদলুদের নিয়ে চর্চায় ফের প্রভাব ফেলছে আদি ও নব্যর দ্বন্দ্ব।

10th     May,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ