বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হিমন্তের মুখে পাকিস্তান ও ধর্মীয় বিভাজনের বুলি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা এবং সংবাদদাতা, বজবজ ও কাকদ্বীপ: ষষ্ঠ দফার ভোট প্রচারে বাংলায় এসে গেরুয়া শিবিরের চেনা পথেই হাঁটলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বক্তব্যে হাতিয়ার করলেন পাকিস্তান ও ধর্মীয় বিভাজনকে। নতুন কোনও কথা শোনাতে পারলেন না। আটকে রইলেন বিভাজনের চেনা বুলিতে। মঙ্গলবার  জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ডহারবার তিনটি লোকসভা কেন্দ্রের বাসন্তী, কাকদ্বীপের রামগোপালপুর ও সাতগাছিয়ার বিশালক্ষীতলা মোড়ে পদ্ম প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বলেন, মোদিজি গত লোকসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতি পালন করে দেখিয়েছেন। ওই সময় বিজেপির এজেন্ডা ছিল ৩০০ আসন পেলে রামমন্দির প্রতিষ্ঠা ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা। সেটাই তিনি করেছেন। এবার ৪০০ পেলে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি ও বারাণসীতে জ্ঞানব্যাপী মন্দির নির্মাণ হবে। তিনি এও বলেন, বিশ্বজুড়ে হিন্দুদের জাগরণ হয়েছে। আর খুব বেশি দূরে নয়, যখন ভারত বিশ্বের নিয়ন্ত্রকের ভূমিকায় চলে আসবে। পাক অধিকৃত কাশ্মীর ও এবার অধিকারে আসবে। সাগরের মানুষের উদ্দেশেও গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন হিমন্ত, তাঁর দাবি বিজেপি ক্ষমতায় আসার পর সাগরে মুড়িগঙ্গার নদীর উপর ব্রিজ করা হবে। 
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ডহারবার এ বিজেপির তিনজন প্রার্থী জিতবেন। তিনি শাহজাহান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকন এবং ইডি ও সিবিআই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ও তাঁর আচরণ এবং বক্তব্যের সমালোচনা করেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ তোলেন। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে কটাক্ষ করেন। বলেন, অসমে ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হলেও দুর্নীতি হয়নি। তবে তাঁকে পরোক্ষে লক্ষ্মীর ভাণ্ডারের সমর্থন করতে শোনা যায়। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কোনওভাবে বন্ধ হবে না। ভুল প্রচার হচ্ছে। তিনি উল্লেখ করেন, লক্ষ্মীর ভাণ্ডার চালুর আগেই বিজেপি শাসিত অসম, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে এটা চালু হয়েছে। সেখানে মা ও বোনেরা ১২৫০ টাকা পাচ্ছেন। এ রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে। - নিজস্ব চিত্র

22nd     May,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ