বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

৪টি পঞ্চায়েতে কৃষিকাজ প্রশ্নের মুখে প্রার্থীদের কাছে খাল সংস্কারের দাবি বাসিন্দাদের

সংবাদদাতা, কাকদ্বীপ: কুলপি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে কৃষিকাজ আজ প্রশ্নের মুখে। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণে সমস্যায় পড়েছেন এই এলাকার প্রায় কুড়ি হাজার পরিবার। মথুরাপুর কেন্দ্রের ভোট প্রত্যাশীদের কাছে এই খাল সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অতীতে এই অঞ্চলের জল নির্গমণের পথ বলতে ছিল বানাই নদী। এই নদী এখন খালে পরিণত হয়েছে। এলাকার বাসিন্দারা এই খালকে ৮ ফুট খাল নামে জানেন। তাঁদের অভিযোগ, এই খাল প্রায় মজে গিয়েছে। যে কারণে জল নিকাশি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। 
এ বিষয়ে করঞ্জলির পদ্মপুকুরের বাসিন্দা অনন্ত নাইয়া বলেন, ‘এই খাল লক্ষ্মীকান্তপুরের ঘাটেশ্বরা থেকে নিশ্চিন্দপুরের পয়লা নম্বর পর্যন্ত বয়ে গিয়েছে। খালের দৈর্ঘ্য প্রায় ৮০ মাইল। এর সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকটি শাখা খাল। এই খাল দিয়েই চারটি গ্রাম পঞ্চায়েতের নিকাশি জল বের হয়। এটি সংস্কার না হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। বিশেষত বর্ষাকালে দুর্ভোগের মধ্যে পড়েন তাঁরা। অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল ঢুকে যায়, তখন চাষাবাদ করা যায় না। এমনকী, বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিতেও জমিতে জল জমে চাষের ক্ষতি হয়। পুরো খালটি সংস্কার করা হলে যে কোনও ঋতুতে কয়েক হাজার একর জমিতে ভালোভাবে ধান চাষ করা যাবে।’
এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার বলেন, ‘খাল সংস্কারের কাজ চলছে। মাঝের অংশটি সংস্কার করা হচ্ছে। ধীরে ধীরে পুরো খালই সংস্কার করা হবে।’ বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বলেন, ‘গ্রামবাসীরা খাল সংস্কারের দাবি জানিয়েছেন। বিষয়টি নোট করে রেখেছি। ভবিষ্যতে কীভাবে এর সমাধান করা যায়, সেদিকে নজর রাখব।’ এসইউসিআই প্রার্থী বিশ্বনাথ সর্দার বলেন, ‘আমাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল সেচ ও জল নিকাশি ব্যবস্থা। রাজ্য ও কেন্দ্র সরকারের এবিষয়ে নজর নেই। আগামী দিনেও খাল সংস্কারের দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন করে যাব।’  খালের বেহাল অবস্থা। -নিজস্ব চিত্র

17th     May,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ