বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

অসুস্থ রেজ্জাক মোল্লার স্বাস্থ্য পরীক্ষা করলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। বৃহস্পতিবার হঠাৎই রেজ্জাককে দেখতে তাঁর বাড়ি যান জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী। তিনি নিজে একজন চিকিৎসক। তাই অসুস্থ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করেন। নিজের ব্যাগ থেকে স্টেথো বের করে মন্ত্রীর পালস দেখেন। দেহে রক্তচাপ কেমন আছে তা পরীক্ষা করেন। বিরোধী দলের একজন প্রার্থীর এমন ব্যবহারে আপ্লুত ৮১ বছরের রেজ্জাক মোল্লা। তিনি অশোকবাবুকে আশীর্বাদ করেন। পাশাপাশি এটাও বলেন, লোকসভা নির্বাচনে যাদবপুরে ও জয়নগরে বিজেপি কিছু করতে পারবে না। এই দু’টি কেন্দ্রে তৃণমূল জয়ী হবে বিপুল ভোটে।
বৃহস্পতিবার সকাল থেকেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুর্গাপুর অঞ্চলে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী। সেখানে মিলন বাজারের কাছে বাঁকরই গ্রামে রেজ্জাক মোল্লার পৈত্রিক বাড়ি। অসুস্থ অবস্থায় গত তিন-চার বছর ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি। ইদানীং শাসক-বিরোধী কেউই রেজ্জাক সাহেবের কোন খোঁজ খবর নিচ্ছেন না বলে অভিযোগ। এই আবহে অসুস্থ রেজ্জাকের বাড়ি গিয়ে সৌজন্যের রাজনীতি দেখালেন বিজেপি প্রার্থী। এ বিষয়ে তিনি বলেন, ওঁর শরীরের অবস্থা ভালো নয়, 
তাই দেখতে এসেছিলাম। সঙ্গে আশীর্বাদ নিলাম। এটা সৌজন্য সাক্ষাৎকার। -নিজস্ব চিত্র

17th     May,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ