বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বহু হারানো মোবাইল ফিরিয়ে দিল পুলিস

সংবাদদাতা, বজবজ: শুক্রবার বিকেলে ভাসার ডায়মন্ডহারবার পুলিস জেলার সদর কার্যালয়ে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হল গ্রাহকদের হাতে। ডায়মন্ডহারবার জেলা পুলিস সুপার রাহুল গোস্বামী ২২ জনের হাতে তাদের মোবাইল তুলে দেন। তিনি সাংবাদিকদের বলেন, হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য ‘প্রাপ্তি’ অনুষ্ঠানটি ২০২১ সালে শুরু করা হয়। জেলার ১৪টি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিস এই প্রাপ্তি অনুষ্ঠান থেকে গ্রাহকদের হাতে তুলে দেয়। চার মাস অন্তর তা করা হয়। চলতি বছরে জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৫০টি মোবাইল উদ্ধার করেছে পুলিস। তার মধ্যে ৭২টি মোবাইল গ্রাহকরা নিয়ে গিয়েছে। এদিন  ২৭৮টি মোবাইল সদর কার্যালয়ের অনুষ্ঠানে রাখা ছিল।

11th     May,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ