বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

স্বরূপনগরে ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক

সংবাদদাতা, বসিরহাট: আগামী ২০ মে বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন। চলছে তারই জোরদার প্রস্তুতি। শুক্রবার স্বরূপনগর ব্লক এলাকায় ভোটের প্রস্তুতি দেখতে আসেন জেলা শাসক শরদকুমার দ্বিবেদী। ভোটের দিন ৮৫ ঊর্ধ্ব কোনও ব্যক্তি বাড়িতে বসে ভোট দিতে চাইলে তাঁদের আবেদন করতে বলেন। পাশাপাশি ৪০ শতাংশ প্রতিবন্ধী কেউ থাকলে তাঁরাও বাড়িতে বসে ভোট দিতে পারবেন বলে জানান জেলাশাসক। সেই অনুযায়ী স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০৮ জন ভোটার আবেদন করেন বা঩ড়িতে বসেই ভোট দেওয়ার জন্য।  
শুক্রবার সকাল ১০টায় এই কর্মসূচির মধ্য দিয়ে ভোট গ্রহণের জন্য ব্লক প্রশাসন থেকে সাতটি ইউনিট কাজ শুরু করে। এদিন ১১৩ জনের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বাকিদের আগামী ১২ মে ধারাবাহিক প্রক্রিয়ায় এই ভোটদান কর্মসূচি সম্পন্ন হবে বলে জানান স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়। তিনি আরও জানিয়েছেন, এই কর্মসূচিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাঁরা বাড়িতে বসেই সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ