বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বারাকপুরে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার থেকে শুরু হয়ে গেল বারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। বিশেষভাবে সক্ষম ও ৮৫ বছরের বেশি বয়সের যে ভোটাররা বাড়িতে বসেই ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তাঁদের ভোট নেওয়া হয়েছে এদিন। প্রিসাইডিং অফিসার হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে এই ভোটারদের বাড়িতে যান। ভোটদানের সময় প্রত্যেক রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তায় পোস্টাল ব্যালটে ভোট দেন ভোটাররা। এদিন মূলত বীজপুর, নোয়াপাড়া এবং বারাকপুর বিধানসভা কেন্দ্রে এই ভোটগ্রহণ পর্ব চলে। আজ বাকি বিধানসভা এলাকাগুলিতে ভোটগ্রহণ হবে। এই বিশেষ ভোটদান প্রক্রিয়া চলবে ১৬ মে পর্যন্ত।
বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক জানিয়েছেন, এই কেন্দ্রে এরকম ভোটারের সংখ্যা ১,৬৫৪। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৩১৬। অর্থাৎ বাড়িতে বসে ভোট দিতে পারবেন, এমন ভোটারের সংখ্যা ১৯৭০। তাঁদের ভোট নেওয়ার প্রক্রিয়া এদিন থেকে শুরু হল। এর পরে হবে দমদম লোকসভা কেন্দ্রে। এই ভোট প্রক্রিয়ার জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছেন মাইক্রো অবজারভার। নির্বিঘ্নে ভোটগ্রহণ হয়েছে।’
এছাড়া, পুলিস সহ ১৮টি নির্দিষ্ট ক্যাটিগরির ভোটারের ভোটদানের ব্যবস্থা করতে বিশেষ দু’টি ক্যাম্প হচ্ছে বারাকপুর প্রশাসনিক ভবনে। সেই ক্যাম্প চলবে ১৪ মে থেকে ১৬ মে এবং ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত। বিভিন্ন জরুরি পরিষেবার কাজে যাঁরা যুক্ত, তাঁরা প্রশাসনিক ভবনে এসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এবার সাংবাদিকদেরও পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা রয়েছে।

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ