বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই অষ্টম হিন্দু স্কুলের অর্ঘ্যদীপ
 

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্কুলের শিক্ষকরা ছাড়া আলাদা কোনও গৃহশিক্ষক ছিল না। অঙ্ক বা রসায়ন, জীবন বিজ্ঞান বা ইংরেজি। সব বিষয়ে স্কুলের শিক্ষকরাই ছিলেন একমাত্র গাইড। কোনও গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান অর্জন করলেন কলকাতার হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দত্ত। ভবিষ্যতে তাঁর লক্ষ্য, নামী চিকিৎসক হওয়া। মানুষের সেবা করার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে গবেষণাও করতে চান। এই সাফল্যে স্কুলের শিক্ষকদের পাশাপাশি খুশি তাঁর পরিবারও।
সল্টলেকের সুকান্তনগরে অর্ঘ্যদীপের বাসস্থান। বাবা উত্তম দত্ত ব্যবসায়ী। মা রুমাদেবী গৃহবধূ। দিদি পাপড়ি দত্ত আইটিতে কর্মরত। অর্ঘ্য কবিতা ও প্রবন্ধ লেখেন। ওয়েবসিরিজ দেখেন। ক্রিকেট খেলতে ভালোবাসেন। প্রিয় ক্রিকেটার ধোনি। কম্পিউটারে গেমও খেলেন। প্রথম শ্রেণি থেকেই তিনি হিন্দু স্কুলে পড়াশোনা করছেন। মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পাননি। তবে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬৭৬। বুধবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সময় টিভিতে চোখ রেখেছিলেন। কিন্তু নিজের নাম কোনওভাবে মিস করে ফেলেন। হঠাৎ স্কুল থেকেই তাঁর কাছে ফোন আসে। শিক্ষকরা জানান, মেধা তালিকায় অষ্টম স্থানে রয়েছেন তিনি। তারপরই খুশির ঢেউ উঠে তাঁদের বাড়িতে। বেস্ট অব ফাইভে অর্ঘ্যদীপের প্রাপ্ত নম্বর ৪৮৯। অঙ্কে ১০০, রসায়নে ৯৯, জীবনবিজ্ঞানে ৯৮, পদার্থবিজ্ঞানে ৯৭ এবং ইংরেজিতে পেয়েছেন ৯৫। বাড়িতে বসে এই কৃতী ছাত্র বলেন, ‘দ্বাদশ শ্রেণিতে আমার কোনও টিউশন ছিল না। প্রয়োজনও পড়েনি। স্কুলের শিক্ষকরা সবই গাইড করেন। ভালো ফল হবে আশা করেছিলাম। তবে অষ্টম হওয়ায় খুবই ভালো লাগছে। চিকিৎসক হওয়াই আমার লক্ষ্য।’

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ