বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এক চিলতে ঘরে পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে দশম টাকি স্কুলের শতপর্ণা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেরেকেটে ১৫০ বর্গফুটের ঘর। নীচে থাকার জন্য এক চিলতে জায়গা রয়েছে। বাড়ির দরজা খুলে সামনে উঠোন। নীচ থেকে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে যেতে হয় দোতলার ঘরে। পুরনো কলকাতার সাবেকি পাড়া সিকদার বাগানের অপরিসর গলির সেই ছোট ঘরে থেকেই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিলেন টাকি হাউস (গভঃ স্পনসর্ড) মাল্টিপারপাস গালর্স হাইস্কুলের ছাত্রী শতপর্ণা মিল। রাজ্যের মধ্যে তিনি দশম স্থানাধিকারী। আর কলকাতায় যুগ্মভাবে চতুর্থ স্থান পেয়েছেন। গণিত ও রাশিবিজ্ঞান নিয়ে পড়তে চান। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার ইচ্ছা। উচ্চমাধ্যামিকে শতপর্ণার এই ফলাফলে খুশি তাঁর পরিবার। বুধবার পার্থ মিল কন্যার পরীক্ষার ফল জানার পর অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসেন। মেয়েকে জড়িয়ে ধরে মা শম্পা মিলের চোখ ভিজে উঠেছিল। ঘন ঘন তাঁদের ফোনে শুভেচ্ছাবার্তা জানাচ্ছিলেন পরিচিতরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মিল বাড়িতে পাঠানো হয়েছিল ফুলের তোড়া ও মিষ্টি।

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ