বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হঠাৎ হ্যান্ডেল লক! পুকুরে স্কুটার, মৃত ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টিতে কমপ্লেক্সের মধ্যে বাইক চালানোর সময় হঠাৎই লক হয়ে যায় স্কুটির হ্যান্ডেল। সেই অবস্থায় বাঁক ঘুরতে না পেরে গতিতে থাকা স্কুটিটি সোজা গিয়ে পড়ে কমপ্লেক্সের মধ্যে থাকা পুকুরে। পুকুরের গভীরতা বেশি হওয়ায় ভারসাম্য না রাখতে পারে পুকুরে তলিয়ে যান দু’জন আরোহী। সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হরিদেবপুর থানা এলাকার কৈলাস ঘোষ রোডে।  তল্লাশির পর অমিত কুমার (২২) ও তানিশ প্রসাদকে (১৬)মৃত অবস্থায় উদ্ধার করে পুলিস। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছেন অফিসাররা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা অমিত কুমারের আত্মীয় এই আবাসনে থাকেন। চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া এই যুবক দিন চারেক আগে কলকাতায় তাঁর আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। কয়েকদিন পর তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। এই আবাসনেই থাকেন নবম শ্রেণির ছাত্র তানিশ। তাঁদের বাড়িও বালিয়ায়। অমিতের সঙ্গে ওই কিশোরের পরিচয় ছিল আগে থেকেই। হরিদেবপুরের এই আবাসনের মধ্যে স্কুটি চালাচ্ছিলেন অমিত। পিছনে বসেছিল তানিশ। মাঝেমধ্যে তাঁরা বাইরে যাচ্ছিলেন স্কুটি নিয়ে। আবার ফিরেও আসছিলেন। বৃষ্টি এসে যাওয়ায় আবাসনের ভিতরেই স্কুটি চালাচ্ছিলেন অমিত। বিশাল বড় এই আবাসনে একাধিক ব্লক রয়েছে। প্রতিটি ব্লকের আলাদা নাম। আবাসনের পথ, ব্লক অমিতকে চিনিয়ে দিচ্ছিল ওই কিশোর। হঠাৎ করে বৃষ্টির বেগ বেড়ে যাওয়ায় ঘরে ফেরার সিদ্ধান্ত নেন দু’জনে।  নিজেদের ব্লকে ঢোকার জন্য বাঁদিকে ঘোরার কথা ছিল তাঁদের। কিন্তু তা করতে পারেননি অমিত। স্কুটির হ্যান্ডেল লক হওয়ায় গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অমিত। সোজা স্কুটিটি নিয়ে তাঁরা গিয়ে পড়েন পুকুরে। চিৎকার করলেও কোনও লাভ হয়নি। আবাসনের নিরাপত্তা রক্ষীরা অবশ্য পুকুরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। প্রথমে তাঁরা ভেবেছিলেন, সম্ভবত কিছু ভেঙে জলে পড়েছে। তাঁরা এসে একটি স্কুটি পুকুরে দেখতে পান। সেখান থেকেই অনুমান করা হয়, কিছু একটা ঘটেছে। খবর দেওয়া হয় থানায়। হরিদেবপুর থানার ওসি সুভাষ অধিকারী টিম নিয়ে বৃষ্টির মধ্যে পৌঁছন ওই আবাসনে। টর্চের আলো পুকুরে ফেলা হলেও প্রাথমিকভাবে কিছু বোঝা যায়নি। তখন ডাকা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের। তাঁরা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন দু’জনকে। বাইকটি তোলা হয় জল থেকে। প্রাথমিকভাবে পুলিস জেনেছে, স্কুটির হ্যান্ডেল লক হওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা।      

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ