বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রাজারহাটে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রচার নিয়ে নিরুত্তাপ সিপিএম

সংবাদদাতা, রাজারহাট: বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রচার নিয়ে নিরুত্তাপ রাজারহাটের সিপিএম। ক’দিন পরই ভোট। এই সময় দলীয় প্রার্থীকে জেতাতে কর্মী-সমর্থকরা ঝাঁপিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। কিন্তু বারাসত লোকসভা কেন্দ্রের রাজারহাট-নিউটাউন বিধানসভায় সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে সেই উৎসাহ উধাও। বারাসতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর দীর্ঘদিন কেটে গেলেও রাজারহাটে বামেদের প্রচার সেভাবে কোথাও সাড়া ফেলতে পারেনি বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। সূত্রের খবর, এনিয়ে বামফ্রন্টের অন্দরেও প্রশ্ন উঠেছে। 
প্রচার শুরুর কয়েকদিন পর দেখা গিয়েছিল, রাজারহাটে দেওয়াল লিখনে অনেকটাই পিছিয়ে ছিল বামফ্রন্ট। সেক্ষেত্রে অবশ্য তাদের যুক্তি ছিল, ফরওয়ার্ড ব্লকের নির্বাচনী প্রতীক সিংহ আঁকার শিল্পী সেভাবে মিলছিল না বলেই তত বেশি দেওয়াল লিখন হয়নি। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই কেন্দ্রের বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়কে নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত সিপিএমের কর্মী ও সমর্থকরা। রাজারহাটের গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম সদস্য বিষয়টি অস্বীকার করেননি। তবে সার্বিকভাবে বাম নেতারা দাবি করছেন, প্রার্থীর নাম ঘোষনার পরপর দলীয় কর্মীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তাই প্রচারে খামতি মনে হচ্ছিল। এখন সেই সমস্যা পুরোপুরি কেটে গিয়েছে। রাজারহাট-নিউটাউন বিধানসভায় বামফ্রন্টের নির্বাচনী কমিটির কনভেনর পরিমল মিস্ত্রি বলেন, ‘রাজারহাট ব্লকে সিপিএমের সংগঠনই বামেদের মধ্যে সবচেয়ে শক্তপোক্ত। এই এলাকায় ফরওয়ার্ড ব্লকের সংগঠন সেভাবে নেই। তাই প্রথম দিকে একটা শূন্যস্থান মনে হলেও সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হয়েছে। এখন সঞ্জীববাবুকে জেতাতে সর্বস্তরের কর্মীরা মিছিল, মিটিং, পথসভা সহ নানা উপায়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন।’ রাজারহাট শহর ও গ্রামীণ অঞ্চলে প্রার্থীকে নিয়ে প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়াও মিলছে বলে দাবি করেন তিনি। স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতা অভিজিৎ ঘোষ একই সুরে বলেন, ‘দলীয় প্রার্থীকে জেতাতে বামফ্রন্টের সব সংগঠনই কাজ করছে। রবিবার রাজারহাটে প্রার্থী প্রচার করেছেন।’ 

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ