বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আইসিএসই এবং আইএসসি-র ফলপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র রেজাল্ট। এই বছর দশম শ্রেণীর ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। আজ, সোমবার সকাল ১১টা নাগাদ কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশেন বা সিআইএসসিই-এর নয়াদিল্লির দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করা হয়। দশম এবং দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হয়। জানা গিয়েছে, দুই পরীক্ষাতেই সার্বিক পাসের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। আইসিএসই পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৯৯.৬৫ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৯৯.৩১ শতাংশ। আইএসসি পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৯৮.৯২ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৭.৫৩ শতাংশ। সার্বিকভাবে পশ্চিমবঙ্গে আইএসসি পরীক্ষার পাশের হার হল ৯৭.৮০ শতাংশ। ইতিমধ্যেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দশম এবং ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারের আইসিএসই পরীক্ষায় ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। যার মধ্যে ২০টি ভারতীয় ভাষা, ১৩টি বিদেশি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। অপরদিকে, আইএসসিতে ১২টি ভারতীয় ভাষা এবং ৪টি বিদেশি ভাষা-সহ ৪৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।
 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ