বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মোয়া হাব নির্মাণের কাজ দ্রুত শেষ হোক, প্রার্থীদের কাছে দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা

সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের মোয়ার খ্যাতি বিশ্বজুড়ে। জিআই ট্যাগ পাওয়ার পর সেই সুনাম আরও বেশি ছড়িয়ে পড়েছে। মোয়ার প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের স্বার্থে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে সম্প্রতি জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায় মোয়া হাব গঠনের কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড। ভোটের মুখে মোয়া ব্যবসায়ীরা দাবি তুলছেন, সেই কাজ দ্রুত শেষ হোক। কারণ, নানা কারণে বারবার পিছিয়েছে এই কাজ। বহড়ু ও জয়নগরের মোয়া ব্যবসায়ীরা বিভিন্ন দলের প্রার্থীদের কাছে এই আবেদন রাখছেন। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল থেকে শুরু করে বিজেপি প্রার্থী ডঃ অশোক কান্ডারী, আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল, এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর—সবাই ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, তিনি নির্বাচিত হলে প্রথমেই এক্ষেত্রে নজর দেবেন। আশায় বুক বাঁধছেন ব্যবসায়ী ও কারিগররা। 
জয়নগরে প্রস্তাবিত মোয়া হাব নির্মাণ নিয়ে নানা জটিলতার সাক্ষী থাকতে হয়েছে ব্যবসায়ীদের। তিন বছর আগে মোয়া হাব তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু বারবার জায়গা বদল হওয়ায় কার্যত থমকে গিয়েছিল কাজ। প্রথমে জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কংগ্রেসের সুজিত সরখেল ও সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে জয়নগরের মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গা নিয়ে আপত্তি জানায় খোদ খাদি বোর্ড। কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভায় ক্ষমতার হাতবদল হয়। চেয়ারে বসে তৃণমূল। নয়া চেয়ারম্যান সুকুমার হালদার মোয়া হাবের জন্য ৩ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেন। সেই জায়গায় এখন কাজ চলছে। এই কাজ শীতের মরশুম শুরুর আগেই শেষ হোক, চাইছেন ব্যবসায়ীরা। মোয়া ব্যবসায়ী গনেশ দাস বলেন, ‘হাব নির্মাণ হয়ে গেলে মেশিনের মাধ্যমে প্যাকেজিংয়ের সুবিধা মিলবে। তখন মোয়ার রপ্তানি অনেকটাই বাড়বে। প্রার্থীরা ভোট চাইতে এলে আমরা তাই দ্রুত মোয়া হাবের কাজ শেষ করার কথাই বলছি।’ একই কথা বলেন ব্যবসায়ী রঞ্জিত ঘোষ ও বাবলু ঘোষ। তাঁদের কথায়, ‘যিনিই নির্বাচিত হন না কেন, হাবের ব্যাপারে তাঁর আগে নজর দেওয়া উচিৎ।’   নিজস্ব চিত্র

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ