বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভোটরঙ্গে বঙ্গ ভরেছে ব্যঙ্গচিত্রে, দুর্নীতি-ধর্ম  আর কর্মসংস্থানে শুধুই হক কথা দেওয়ালে

কুন্তল পাল, বনগাঁ: দেশজুড়ে চলছে ভোটের উৎসবে। এই উৎসবের রঙে রং মিলিয়ে রঙিন হয়ে উঠছে দেওয়ালগুলি। অলিগলি, রাজপথের স্যাঁতসেঁতে দেওয়ালগুলি এখন ঝাঁ চকচকে। খরখরে ভাব উধাও হয়ে মসৃণ। সে দেওয়ালে ব্যঙ্গ। হরেকরকম ছবি। কার্টুন। সে কার্টুনে দুর্নীতি, ধর্ম, রাজনীতি, কর্মসংস্থানের কথা। বনগাঁ শহরে এমন একাধিক দেওয়াল এখন ভোট-চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বহু কার্টুন শিশুদের মজা দিচ্ছে। খুঁটিয়ে দেখছে তারাও। এখন দেশজুড়ে বেকারত্ব। কর্মসংস্থানের দাবিতে সরব দেশের নাগরিকরা। সে দাবি উঠে আসছে দেওয়াল লিখনের রাজনৈতিক বক্তব্যে। বনগাঁ শহরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই’এর একটি দেওয়াল লিখন অনেকেরই নজর কেড়েছে। মূলত নতুন ভোটার ও যুব সম্প্রদায়ের সমর্থন পেতে লেখা হয়েছে বক্তব্য। বনগাঁ মতিগঞ্জ এলাকায় কর্মসংস্থানের দাবিতে লেখা, ‘বয়ফ্রেন্ড সরকারি চাকরি পাচ্ছে না? বয়ফ্রেন্ড না বদলে সরকার বদলান।’ 
পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করে এসএফআই লিখেছে, ‘দিল্লির মেন সুইচটা অফ করে দিন। দেখবেন কালীঘাটের টালির বাড়িটার আলো নিভে গেছে।’ তৃণমূলের একাধিক দেওয়াল লিখনে মোদি সরকারের দুর্নীতি ও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগানোর চিত্র ফুটে উঠছে। কোথাও লেখা, ‘মোদি সরকারের দুই ভাই ইডি আর সিবিআই।’ সে ছবিতে মোদির দু’কাঁধে দু’টি টিয়া পাখি। দুটোর মাথায় টুপি। একটি ইডির। অপরটির সিবিআইয়ের। কেন্দ্রে মোদি সরকারের স্বৈরাচারী শাসনের অভিযোগ এনে তৃণমূল কোথাও লিখেছে, ‘বাকি রইলো সুপ্রিম কোর্ট ও ইন্ডিয়ান আর্মি। তারপরই একনায়কতন্ত্র রাজ।’ এর পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করার অভিযোগও আনা হয়েছে দেওয়াল ছবিতে। রামমন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তুলে তৃণমূল এঁকেছে, নরেন্দ্র মোদি ভগবান রামকে হাত ধরে টানছেন। রাম হাত ছাড়াতে ছাড়াতে বিরক্ত হয়ে বলছেন, ‘ছাড় আমায় ছাড়। নিজের ক্ষমতায় অন্তত একটি ভোট লড়ে দেখা’। 
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস দেওয়াল লিখনগুলি নিয়ে বলেন, ‘দেশজুড়ে কেন্দ্র সরকারের দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশে ইডি-সিবিআইকে কাজে ব্যবহার করা মানুষ ভালোভাবে নেননি। সেগুলিই দেওয়াল চিত্রে ফুটে উঠেছে। বিজেপি ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট জিততে চাইছে।’ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল পাল্টা বলেন, ‘এ রাজ্যে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশে এজেন্সি তদন্ত করছে। চোরেরা সেটা মানতে পারছে না। তাই বিজেপির বিরুদ্ধে নানাভাবে দুর্নীতির খবর রটাতে চাইছে। এতে কাজ হবে না। ভোটে মানুষ ওদের বুঝিয়ে দেবে।’

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ