বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ডায়মন্ডহারবারের মতো যাদবপুরও মডেল হবে, প্রচারে বার্তা সায়নীর

সংবাদদাতা, বারুইপুর: ‘ডায়মন্ডহারবার লোকসভার মতো যাদবপুর লোকসভাও মডেল হবে। উন্নয়ন হবে সাতটি বিধানসভাজুড়ে।’ রবিবাসরীয় প্রচারে বারুইপুরে এসে এই বার্তা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় অবশ্য বারুইপুরে প্রচারে এসে বলেছেন, মানুষ নিজের ভোট দিতে পারলে এই কেন্দ্রে অপ্রত্যাশিত ফলাফল হবে। জয় পাবেন তিনিই।   
এদিন সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী। শিবতলা মন্দিরে পুজো দিয়ে হুডখোলা জিপে প্রচার শুরু হয় তাঁর। সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ অন্যান্যরা। তৃণমূলের কর্মীরা কখনও হেঁটে, কখনও বাইকে শামিল হন সেই কর্মসূচিতে। খুলি কারখানার মোড় হয়ে কাজীপাড়ায় যান সায়নী। রাস্তার দু’ধারে মহিলারা ভিড় জমান তাঁকে দেখতে। কেউ কেউ এসে সায়নীর সঙ্গে হাত মেলান। মল্লিকপুর বাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন যুব তৃণমূল নেত্রী। এরপর মল্লিকপুর রেলগেট হয়ে গনিমায় আসেন তিনি। সেখানে সায়নী বলেন, ‘ডায়মন্ডহারবারের মতো যাদবপুর লোকসভাও উন্নয়নের মডেল হবে। ভাঙড় বিধানসভা থেকে অনেক বেশি লিড পাব।’ 
সন্দেশখালি-কাণ্ড নিয়ে যে স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে, তা নিয়ে সায়নী বলেন, ‘এতে বিজেপির রূপ স্পষ্ট হয়েছে। বিজেপি বাংলাকে কলুষিত করছে।’ এরপর গণেশপুর হয়ে ফরিদপুরে আসেন তিনি। সেখানে মহিলাদের আবদারে গান গেয়ে শোনান তিনি। পরে বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নলগড়ায় কর্মিসভায় যোগ দেন। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাগজের পেন, ফুলদানি প্রার্থীর হাতে তুলে দেন। সায়নী বলেন, ‘আয়োজনে নয়, প্রয়োজনে পাশে পাবেন সায়নীকে। ঘরের মেয়েকে একবার সুযোগ দিন।’ কর্মিসভায় মহিলাদের ঢল নেমেছিল। 
অন্যদিকে, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বারুইপুর পূর্ব বিধানসভার চরন থেকে মলিঘাটি পর্যন্ত টোটোয় চেপে প্রচার সারেন। বিজেপি কর্মীরা বাইক র‍্যালি করে প্রার্থীকে এগিয়ে নিয়ে যান। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনির্বাণবাবু বলেন, ‘প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি। কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। মানুষ ভোট দিতে পারলে অপ্রত্যাশিত জয় আসবে।’ 
মলিঘাটি গ্রামে টোটো থেকে নেমে মহিলাদের কাছে গিয়ে কথা বলেন তিনি। পরে বারুইপুরের দীপমহলে এক কর্মিসভায় যোগ দেন। সেখানে কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রচারের ঝাঁঝ বাড়াতে হবে প্রতি এলাকায়। বুথে বুথে জনসংযোগে ঝাঁপিয়ে পড়তে হবে।’ তারপর শংকরপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায় প্রচারে যান তিনি। কেশবপুর গ্রামে কর্মীদের বাইকে চেপে জনর্সীংযোগ চালান গেরুয়া শিবিরের এই প্রার্থী। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ