বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভোটে জিততে মেয়েদের ঘুঁটি বানানো হচ্ছে, বিজেপিকে আক্রমণ চন্দ্রিমার

সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘নির্বাচনে জেতার জন্য মেয়েদের ঘুঁটি বানানো হচ্ছে। একদিকে নারীশক্তির কথা বলা হচ্ছে। আর অন্যদিকে সেই নারীশক্তির অপমান করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’ শনিবার বিকেলে উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতায় মহিলা সম্মেলনে যোগ দিতে এসে নাম না করে বিজেপিকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সন্দেশখালির ঘটনা যে কত বড় চক্রান্ত, ওদের একজন মণ্ডল সভাপতি তা ফাঁস করে দিয়েছেন। সেই চক্রান্তের ভিডিও মানুষ দেখেছে।’ এরপরই তাঁর কটাক্ষ, ‘ওরা বুঝতে পেরেছে, দু’অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারবে না এখানে।’ মণ্ডল সভাপতির কন্ঠস্বর বিকৃত করা হয়েছে বলে যে পাল্টা অভিযোগ উঠেছে, তা নিয়ে চন্দ্রিমাদেবী বলেন, ‘ওসব বলে লাভ হবে না। এই কথোপকথন ফোনে নয়, তিনি বসে বসে বলছেন। সেটা ভিডিওতে দেখা গিয়েছে। এমনকী বসিরহাটের বিজেপি প্রার্থীর পোস্টারেও তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানাতে দেখা গিয়েছে।’ বিষয়টি যে তাঁরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারে আনবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন মহিলা তৃণমূলের সভানেত্রী। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক, তৃণমূল নেতা সেখ ইলিয়াস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। -নিজস্ব চিত্র

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ