বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শান্তনু ঠাকুরের প্রার্থীপদ খারিজের আর্জি তৃণমূলের

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রার্থীপদ খারিজ করার আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন বিজেপি প্রার্থী। এমনকী তথ্য গোপন করার অভিযোগও এনেছে তৃণমূল। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, শান্তনু ঠাকুর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন বিদেশ থেকে ডিগ্রি লাভ করেছেন। কিন্তু সেই তথ্য মিথ্যা বলে দাবি মমতাবালার। তিনি আরও দাবি করেন, মাতৃসেনার নাম করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন শান্তনু ও তাঁর স্ত্রী সোমা ঠাকুর। সেসব তথ্যও গোপন করা হয়েছে। শনিবার বনগাঁয় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সিডনির একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পাশ করেছেন তিনি। শান্তনু ঠাকুরের এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন মমতাবালা ঠাকুর। তিনি বলেন, শান্তনু ঠাকুর বিদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, আদতে তার অস্তিত্ব নেই। এমনকী এবিষয়ে বিজেপি প্রার্থী কোনও শংসাপত্র জমা দেননি। পাশাপাশি মমতাবালা দাবি করেন, মাতৃসেনার নাম করে কোটি কোটি টাকার সম্পত্তি বেনামে কিনেছেন শান্তনু ঠাকুর। স্ত্রী সোমা ঠাকুরের নামেও একাধিক সম্পত্তি রয়েছে। অথচ কোনও সম্পত্তি হলফনামায় দেখানো হয়নি। এদিনের সাংবাদিক সম্মেলনে মমতাবালা আরও দাবি করেন, সাংসদ তহবিলের অর্থে কাজ না করেও কাজ দেখানো হয়েছে। এর বিরুদ্ধেও সরব হন তৃণমূল নেত্রী। মমতাবালা বলেন, আমরা বিজেপি প্রার্থীর মনোনয়ন খারিজের জন্য রাজ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। জাতীয় নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো। এবিষয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ফোন ধরেননি। এমনকী মেসেজেরও উত্তর দেননি তিনি। তবে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এসব মিথ্যা অভিযোগ করছে।

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ