বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বাড়ি গিয়ে কংগ্রেস নেতার আশীর্বাদ নিলেন পার্থ ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে শ্যামনগরে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়ি যান বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। পরে পার্থ ভৌমিক বলেন, ছাত্র পরিষদ করার সময়ে অভিভাবক হিসেবে টিকলাদা (বিপুল ঘোষাল) মাথার উপরে ছিলেন। তাই ওঁর সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলাম। আর কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন, আমার বাড়িতে এসে পার্থ ভৌমিক আশীর্বাদ চাইল। ও জানে আমি ভিন্ন রাজনৈতিক দল করি। আমাদের জোটের প্রার্থী রয়েছে। তবে ও আমাকে দাদার চোখে দেখে। তাই ভাই হিসেবে আশীর্বাদ করলাম। এদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতেও পদযাত্রা করেন পার্থ ভৌমিক। বিকেলে আমডাঙার পদযাত্রায় পার্থ ভৌমিকের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রফিকুর রহমান। এদিকে, এদিন বিকেলে বারাকপুর কেন্দ্রের বাম জোটের প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে র‌্যালিতে অংশগ্রহণ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরে এক সভায় তিনি বক্তব্য রাখেন। সেই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার, সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ প্রমুখ। আবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন সকালে কাঁচরাপাড়ায় ডাকাতকালী মন্দির থেকে আমবাগান কেবি স্কুল পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার ও পদযাত্রা করেন। পরে তিনি নৈহাটিতে কৃতি ছাত্রীর বাড়িতে যান। 
অন্যদিকে, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এদিন সকালে পানিহাটির ৫, ৬, ৭, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, কাউন্সিলার সম্রাট চক্রবর্তী প্রমুখ। কখনও পায়ে হেঁটে, কখনও হুড খোলা জিপে সৌগতবাবু ঘোরেন। দমদম কেন্দ্রের বিভিন্ন জায়গায় পদযাত্রা করেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। আর তৃণমূল সিপিএমের দেওয়াল লিখে দিচ্ছে বলে সোদপুরে অভিযোগ করেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। আবার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাত মাইক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভোট দেওয়ার আবেদন জানান। একই রকম প্রচার করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। 

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ