বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

প্রোমোটিং সংস্থাকে বিঁধে আপিল মামলা খারিজ, সুদ সহ টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চুক্তি মতো মোটা অঙ্কের টাকা প্রোমোটিং সংস্থাকে দেওয়ার পরেও মেলেনি ফ্ল্যাট। উল্টে সেই ফ্ল্যাট চড়া দামে অন্য ব্য঩ক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছিল। এহেন পরিস্থিতিতে ঘোলার বাসিন্দা এক দম্পতি ২০১৭ সালে দ্বারস্থ হন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির। সেখানে শুনানির শেষে সুদ সহ মূল টাকা অভিযোগকারী দম্পতিকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই আদেশকে চ্যালেঞ্জ করে পরবর্তী সময় হাওড়ার শিবপুরের প্রোমোটিং সংস্থা আবেদন জানায় ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ‌ট্রাইব্যুনালে। কিন্তু তার আগেই তড়িঘড়ি উচ্চহারে সুদ ছাড়াই ১২ লক্ষ ১৯ হাজার ৫৮৩ টাকা ওই দম্পতিকে ফেরত দেয় অভিযুক্ত সংস্থাটি। কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান তথা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, সমস্ত সুদের টাকা দম্পতিকে না মেটালে বেঞ্চ মামলা শুনবে না। এরপরই তড়িঘড়ি বাকি ৮ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ টাকা মিটিয়ে দেওয়ার পরেই শুনানি শুরু হয়। কিন্তু বেঞ্চ আপিল মামলায় প্রোমোটার সংস্থার আর্জিকে বাতিল করে দিয়ে পূর্ববর্তী আদেশকেই বহাল রাখে। শুধু তাই নয়, বেঞ্চের কড়া মন্তব্য, অভিযুক্ত প্রোমোটার সংস্থাটি যে কাজ করেছে, তা সম্পূর্ণ বেআইনি। তাদের কাজকর্মের ছিল অসাধু উদ্দেশ্য। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ম কানুনকে অগ্রাহ্য করে ওই প্রোমাটার সংস্থাটি কাজকর্ম করেছিল। তারা পুরসভার কোনও নিয়ম কানুন মানেনি। এমনকী তারা সুকৌশলে ফ্ল্যাটের তলও বাড়িয়েছে। ছিল না ফ্ল্যাটের সিসি। সব মিলিয়ে পুরো বিষয়টি ছিল সম্পূর্ণ অবৈধ।
                                                                                                                                                               

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ