বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নজরকাড়া ফল করল মাহেশের রামকৃষ্ণ আশ্রমের দু’টি স্কুলে

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুর মাহেশের রামকৃষ্ণ আশ্রমের দু’টি স্কুল মাধ্যমিকের ফলাফলের নিরিখে নজর কেড়েছে। মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরের ১৩০ জন শিক্ষার্থীর সকলেই পাশ করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৯৫ শতাংশে এবং তার বেশি নম্বর পেয়েছে দশজন শিক্ষার্থী। ৯০ শতাংশ এবং তার বেশি নম্বর পেয়েছে ৫১ জন। ৯৩ জন ৮০ শতাংশ ও ৯৭ জন ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। স্কুলে প্রথম হয়েছে রণিত মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৭৬।  
আবার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা সকলেই পাশ করেছে। প্রথম বিভাগে পাশ করেছে ৪২ জন। আশ্রমের এই স্কুলের ফলও শিক্ষানুরাগীদের নজর কেড়েছে। এখানে ৯৫ শতাংশ ও তার বেশি নম্বর পেয়েছে ৩ জন। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১৬ জন। এই স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে অনুজকুমার দাস। তার প্রাপ্ত নম্বর ৬৭০। আশ্রমের ছাত্রবাসের ছাত্রদের ফলাফলও খুব ভালো। আবাসিক ১৬ জন ছাত্র পরীক্ষায় বসেছিল। সকলেই প্রথম বিভাগে পাশ করেছে। আবাসিকদের মধ্যে প্রথম হয়েছে সৌম্যদীপ সাঁতরা। তার প্রাপ্ত নম্বর ৬৫৯। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, আধুনিক শিক্ষণ মডেলে পড়াশোনার করানো ও শৃঙ্খলার কারণেই শিক্ষার্থীদের ফলাফল উ঩ল্ল্যেখযোগ্য হয়েছে।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ