বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তিলজলায় পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত ৩ কিশোর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু তিন কিশোরের। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে তিলজলা থানা এলাকার সিএন রায় রোডে। তিনজনের নাম, মহম্মদ সাহিল (১৬), মহম্মদ ইমতিয়াজ (১৪) এবং মহম্মদ হায়দার আলি (১৫)। কলকাতা পুলিসের ডিসি (এসইডি) ভোলানাথ পান্ডে এই তথ্য জানান। তিন কিশোরই সাঁতার জানত না। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তিলজলা থানা। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গরমের কারণে এদিন বিকেল সোয়া চারটা নাগাদ তিনজন তিলজলায় অছি পরিষদ মন্দিরের কাছে একটি পুকুরে স্নান করতে নামে। আচমকা একজনের পা হড়কে যায়। সে পুকুরের গভীর অংশের দিকে ভেসে যাচ্ছিল। বন্ধুকে তলিয়ে যেতে দেখে বাকি দু’জন বাঁচাতে এগিয়ে আসে। তবে তারা সফল হয়নি। একে একে তিনজনই তলিয়ে যায় জলে। চিৎকারের শব্দে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে আসে তিলজলা থানার পুলিস। কিশোরদের উদ্ধারে আসেন কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিও। প্রায় ৪৫ মিনিট তল্লাশি চালানোর পর তিনজনের নিথর শরীর উদ্ধার হয়। তাদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তিলজলায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। 

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ