বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কলকাতা উত্তর ও দক্ষিণে দু’জন করে এক্সপেন্ডিচার অবজার্ভার

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন দোরগোড়ায় চলে আসায় বিভিন্ন নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ব্যস্ততা শুরু হয়েছে। এর মধ্যেই খবর এসেছে, কলকাতা উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য দু’জন করে এক্সপেন্ডিচার অবজার্ভার পাঠানো হবে। যদিও দক্ষিণ ২৪ পরগনা জেলায় চারটি লোকসভা আসনে একজন করে পর্যবেক্ষক থাকবেন। তাঁরা মূলত আয়-ব্যয়ের হিসেব পর্যবেক্ষণ করবেন। কেন কলকাতার দু’টি কেন্দ্রের জন্য দু’জন করে অবজার্ভার পাঠানো হচ্ছে? সূত্রের খবর, এই দু’টি লোকসভা আসনের প্রায় পঞ্চাশ শতাংশ এলাকা অর্থনৈতিকভাবে স্পর্শকাতর। অর্থাৎ এখানে বিভিন্ন সময় টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কলকাতা দক্ষিণে কসবা নিয়ে মাথাব্যথা তাঁদের। কারণ অতীতে এই বিধানসভা এলাকা থেকে প্রচুর অর্থ বাজেয়াপ্ত করেছে পুলিস। অন্যদিকে, কলকাতা উত্তরে বড়বাজার ও তার সংলগ্ন এলাকাতেও নানা সময় লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করতে দেখা গিয়েছে পুলিসকে। ভোটের আগে যাতে এইসব এলাকায় টাকার ‘মুভমেন্ট’ আটকানো যায়, সেকারণে কড়া নজরদারি চালানো হবে বলে প্রশাসন জানিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় টাকা উদ্ধারের ঘটনা সেভাবে ঘটেনি। তবে বেশ কিছু জায়গায় মদ উদ্ধারের ঘটনা ঘটেছে। তাই লোকসভা আসন পিছু একজন করে এক্সপেন্ডিচার অবজার্ভার দেওয়ার কথা ভেবেছে কমিশন। কলকাতার দু’টি এবং দক্ষিণ ২৪ পরগনার চারটি কেন্দ্রে ৭ মে থেকে মনোনয়ন জমা শুরু হচ্ছে। সেদিনই এই পর্যবেক্ষকরা চলে আসবেন বলে জানা গিয়েছে।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ