বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘মতুয়া সমাজ! নাকি শুধুই নিজের উন্নয়ন চেয়েছিলেন?’ শান্তনুর মুখোশ খুলছেন নির্দল সুমিতা

বিশ্বজিৎ মাইতি, বনগাঁ: ‘ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করব। জীবনে কোনও দিন রাজনীতিতে নামব না।’ এই বক্তব্য ছিল শান্তনু ঠাকুরের। এই ‘প্রতিশ্রুতি’ সামনে রেখেই মতুয়া সমাজে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ঠাকুরবাড়ির সদস্যকে ভরসা করেছিলেন মতুয়া ভক্তরা। ব্যবধান মাত্র কয়েকদিনে। ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন শান্তনুবাবু। তখন তাঁর বার্তা ছিল, ‘মতুয়া সমাজের উন্নয়ন চাই। আর তার জন্য সংসদে গিয়ে ১১ দফা দাবি পূরণ করব।’ শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন। তারপর মন্ত্রীও। কিন্তু দাবি পূরণ হয়নি। নিঃশর্ত নাগরিকত্ব নয়, এখন দেশবাসী হতে গেলে শর্তের বোঝা বইতে হবে। তাতেই আতঙ্কিত মতুয়া সমাজ। ফের বে-নাগরিক হতে হবে না তো? এমন ধোঁয়াশার আবহে মতুয়া সমাজ থেকেই ভোট ময়দানে এসেছেন সুমিতা পোদ্দার। প্রচারে তুলে ধরছেন ঠাকুরের ভোলবদলের কাহিনি। প্রশ্ন তুলছেন,  বাস্তবে কার উন্নয়ন চেয়েছিলেন শান্তনুবাবু? মতুয়া সমাজের নাকি নিজের পরিবারের? জানতে চাইছেন মুখ আর মুখোশের ফারাক।
২০১৮ সাল। যুবক শান্তনু ঠাকুর বিজেপির পরিচিত মুখ ও মতুয়া মহাসঙ্ঘের নেতা অরবিন্দ বিশ্বাসের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন এলাকায়। ‘রাজনীতির পাঁকে নামা তখন তাঁর মোটেও পছন্দ নয়।’ ২০১৯ সালে বিজেপি প্রার্থী হওয়ার পর এক দফা বিশ্বাসভঙ্গ হয়েছিল মতুয়া মানুষদের। কিন্তু সেবার তিনি বলেছিলেন, ভক্তদের সম্মিলিত দাবিতে তিনি প্রার্থী হয়েছেন। বিজেপি মতুয়া সমাজের উন্নয়নে ১১ দফা দাবি মেনে নিয়েছে। সেই দাবিগুলির মধ্যে কী ছিল? নিঃশর্ত নাগরিকত্ব, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাষ্ট্রীয় ছুটি, গুরুচাঁদ ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন প্রদান, মতুয়া গোঁসাই ও পাগলদের মাসিক আড়াই হাজার টাকা ভাতা। এছাড়া হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ঠাকুরনগরকে মডেল স্টেশন ঘোষণার মতো দাবিও ছিল তালিকায়। এই ১১ দফা ‘ভরসা’র উপর ভর করেই জিতেছিলেন শান্তনুবাবু। পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা শান্তনুবাবুর জেঠিমা মমতাবালা ঠাকুর। সাংসদ হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন শান্তনুবাবু। কিন্তু পাঁচ বছরে সাধারণ মতুয়াদের কী উন্নয়ন হয়েছে? এই প্রশ্ন তুলে মতুয়াগড়ে প্রচারে ঝড় তুলছেন সুমিতা পোদ্দার। বলছেন, ‘দীর্ঘদিন ধরে আমি স্বেচ্ছাসেবী সংস্থা চালাই। সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের অসহায়তা দেখেছি। সাধ্য মতো তাঁদের পাশে থেকেছি। ঠাকুরবাড়ির সদস্য হিসেবে শান্তনুবাবুর প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু বিজেপির সাংসদ ও মন্ত্রী হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ। ১১ দফা দূবি তিনি পূরণ করেননি। মতুয়া সমাজের উন্নয়নের জন্য কোনও উদ্যোগও নেননি।’
বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মহা সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর অবশ্য বলেন, ‘নাগরিকত্ব নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কয়েক দশক ধরে মতুয়াদের মূল দাবি কেন্দ্র মেনে নিয়েছে। ঠাকুরনগর মডেল স্টেশন হচ্ছে। এক দিনে সব দাবি পূরণ হয়না। মন্দির নির্মাণ সহ বাকি দাবিগুলো দ্রুত রূপায়ণের হবে। আগামী কয়েক বছরের মধ্যে ওই সমস্ত দাবি বাস্তবায়িত হবে। কারা কী উদ্দেশ্যে এই অপপ্রচার করছেন, জানি না। সাধারণ মানুষ ওঁদের জবাব দেবে।’

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ