বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, জখম ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভর দুপুরে হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়া এলাকায় চলল গুলি। আজ, বৃহস্পতিবার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জখম হয়েছেন দু’জন ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন দুপুর ১টা নাগাদ প্রায় তিনজন দুষ্কৃতী মুখ বেঁধে পঞ্চায়েত অফিসের ভিতরে ঢোকে। সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। কেউ কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা পরপর গুলি ছুড়তে শুরু করে। পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লাগে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা এবং আরও একজনের। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জখমদের। এদিকে, গুলি চালানোর পরই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার বিশাল পুলিস বাহিনী। পরিস্থিতি মোকাবিলার জন্য আশেপাশের বেশ কয়েকটি থানা থেকেও ফোর্স নিয়ে আসা হয়। গুলি চালানোর ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে, ভোটের আগে পঞ্চায়েত অফিসে গুলি চালানোর মতো নজিরবিহীন ঘটনায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

2nd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ