বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভোটের আগে কালো টাকা ধরতে কড়া নজরদারি শহরে, নির্দেশ লালবাজারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের লোকসভা নির্বাচন আর ঠিক একমাসের অপেক্ষা। তার আগে শহরে যাতে কোনও নগদ টাকা ঢুকতে না পারে সেই বিষয়ে অত্যন্ত সতর্ক কলকাতা পুলিস। নির্বাচনের দিন ঘোষণার পরই শহরের প্রান্তিক এলাকায় কড়া নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। তবে এবার সমস্ত থানা এলাকার হোটেল, বার, পানশালায় নজরদারির নির্দেশ দিয়েছে লালবাজার। পুলিস সূত্রে খবর, সবকটি থানায় এই মর্মে একটি নির্দেশ দেওয়া হয়েছে। 
সূত্রের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিদিনের একটি রিপোর্ট পাঠাতে হয় সব থানাকে। থানা এলাকা থেকে টাকা কিংবা বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে কিনা তাও জানাতে হয় কমিশনকে। কলকাতা পুলিস সূত্রে খবর, নির্বাচন বিধি লাগু হ‌ওয়ার পর থেকে এখনো পর্যন্ত শহর থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়নি। তবে দু জায়গা থেকে মোট ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। যার কোন নথি দেখাতে পারেননি দুই ব্যক্তি। সেই টাকার উৎস কোথায়, তাও জানাতে পারেননি ওই দুই ব্যক্তি। আদর্শ আচরণ বিধি চলাকালে উৎসহীন টাকার সন্ধান পাওয়ায় সেই টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিস। একই সঙ্গে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে লালবাজার। পুলিসের দাবি, নির্বাচন চলাকালীন সেই টাকা কোন ভাবে অসৎ উদ্দেশ্যে কাজে লাগানোর পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ সঙ্গেও বৈঠক করেছে পুলিস। বাইরে থেকে আসার কোন‌ও ব্যক্তি যাতে বিনা পরিচয় পত্রের কোন হোটেলে এই সময় না থাকেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে ওই হোটেল কর্তৃপক্ষকে। প্রতিদিন প্রতিটি থানা নিজে নিজে এলাকার সমস্ত হোটেল গুলিতে নজরদারি করবে।  পুলিসের একটা সূত্র জানাচ্ছে,  অনেক সময় হোটেলগুলিতে বেআইনি লেনদেনের কাজ হয়ে থাকে। কলকাতা পুলিসের কর্তা জানিয়েছেন, রাতের বেলা শহরে সমস্ত এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলিতে কড়া নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে সমস্ত গাড়িকে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। একই সঙ্গে খতিয়ে দেখতে হবে গাড়ির নথিপত্র‌ও।

2nd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ