বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কড়া রোদে কর্মীদের প্রচার না করার পরামর্শ তৃণমূলের প্রার্থী চিকিৎসক কাকলির

সংবাদদাতা, রাজারহাট:  দুপুরের তাপপ্রবাহে ভোটপ্রচারে না বেরনোর জন্য কর্মীদের পরামর্শ দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। রবিবার কাকলিদেবীর সমর্থনে রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকায় একটি রাজনৈতিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজারহাটের লড়াকু কর্মীদের তীব্র গরমের হাত থেকে বাঁচতে সচেতন করেছিলেন। তারপর মঙ্গলবার আবার রাজারহাটের-নারায়ণপুরে একটি মিছিলে অংশ নিয়ে গরম এড়িয়ে চলার কথা বলেছেন। প্রসঙ্গত কাকলিদেবী পেশায় চিকিৎসক। 
প্রার্থী বলেন, ‘এখন কেউ বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাইরে বেরবেন না।’ তারপর তিনি বলেন, ‘ডাক্তার কি করে? রাজারহাটে এসেও প্রেসক্রিপশন লিখছে। বাড়ি থেকে বেরনোর সময় জল খেয়ে নেবেন। বাড়িতে ফিরে হাতে-মুখে জল দেবেন।’ এরপর ভোট চেয়ে তাঁর আবেদন, বিছিন্নতাবাদী ও বিভেদকামী বিজেপিকে রুখতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের লক্ষ্যে ভোট দিন।’
এখন গরমের কারণে রাজারহাট-নিউটাউন বিধানসভা অঞ্চলে পূর্ব ঘোষিত প্রচারের সময়সীমায় বদল এসেছে। তৃণমূল নির্বাচনী কমিটি সূত্রে খবর, সকাল-দুপুরের প্রচার পরিবর্তন করে সন্ধ্যা ও বিকেলে হয়েছে। রাজারহাটের তৃণমূলের ব্লক সভাপতি প্রবীর কর জানান, ‘তীব্র গরমে কর্মীরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সে কারণে প্রচারের সময় বদল করা হয়েছে। বুধবার যাত্রাগাছি-আরআর সাইটের সকালের একটি মেগা মিছিলের সময় বদলে বিকেল পাঁচটায় হয়েছে।’ তিনি জানান, সন্ধ্যা ছ’টা নাগাদ বিধাননগর পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে একটি পথসভা হবে। এরপর চাঁদপুরের-লাউহাটি সিনেমা হলের সামনে রাত আটটা নাগাদ আর একটি পথসভা হবে। -নিজস্ব চিত্র

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ