বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

লোকসভা ভোটের আগে কিছু দাবি নিয়ে সোচ্চার পানচাষিরা

সংবাদদাতা, কাকদ্বীপ: লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি দাবি নিয়ে সোচ্চার হলেন পানচাষিরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বড় অংশের মানুষ পানচাষের উপর নির্ভরশীল। একটি পানের বরজের উপর এই অঞ্চলের একটি পরিবারের আয় নির্ভর করে। এই লোকসভা কেন্দ্রের সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ ব্লকের প্রচুর মানুষ পানচাষকে তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু নানা কারণে এই পানচাষ এখন সঙ্কটের মুখে। এ বিষয়ে সারা বাংলা পানচাষি সমিতির সহ-সম্পাদক নারায়ণ দাস বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে পানচাষিদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে। নির্বাচনের আগে সেই দাবিগুলি প্রার্থীদের কাছেও তুলে ধরা হবে। এক্ষেত্রে মূলত আটটি দাবিকে পানচাষিরা প্রাধান্য দিয়েছেন। দাবিগুলি হল, সরকার নিয়ন্ত্রিত পানের বাজার তৈরি করতে হবে, পান বিক্রির সময় আড়তদারদের পাঁচ শতাংশ কমিশন চালু করতে হবে, গুছিতে ৫০টি করে পান চালু করতে হবে, পান নিলামের ধার্য মূল্য পুরোটাই কৃষককে দিতে হবে, পানকে কৃষিপণ্যের স্বীকৃতি দিতে হবে, পানচাষের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে, পানচাষকে একশো দিনের প্রকল্পের আওতায় আনতে হবে, সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণ করতে হবে, পান সংরক্ষণের জন্য হিমঘর তৈরি করতে হবে।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বলেন, রাজ্যের কৃষিমন্ত্রীর নেতৃত্বে পানচাষিদের নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে গুছিতে পানের সংখ্যা ও দাম নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পানচাষিদের সুবিধার্থে নির্দিষ্ট বাজার ও পান সংরক্ষণের জন্য হিমঘর তৈরি করা হবে। সরকারের কাছে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। নির্বাচনের পরেই সেগুলি তৈরি করা হবে। আর মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বলেন, পানচাষিদের সংগঠিত করে বিমার আওতায় আনতে হবে। বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তৈরি হয়েছে। তাঁরা পানচাষিদের বাড়িতে গিয়ে তাঁদের দাবিগুলি জানবে। সেই দাবিগুলি কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। - নিজস্ব চিত্র

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ