বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তড়িৎ তোপদারকে   নিয়ে মনোনয়ন জমা বারাকপুরের সিপিএম প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাকপুর লোকসভা কেন্দ্রে চারবারের সাংসদ ছিলেন সিপিএমের তড়িৎবরণ তোপদার। প্রার্থী হওয়ার পর বিজেপির অর্জুন সিং ও তৃণমূলের পার্থ ভৌমিক আশীর্বাদ নিতে ছুটেছিলেন তাঁর বাড়ি। বিরোধী দু’পক্ষের প্রার্থীদের আশীর্বাদ করলেও মঙ্গলবার ‘আপন’ দলের প্রার্থী দেবদূত ঘোষের মনোনয়ন জমার সময়ে হাজির হলেন তড়িৎবাবু। তিনিই ছিলেন এদিনের মধ্যমণি। এদিন সিপিএম প্রার্থীর পাশাপাশি মনোনয়ন জমা দেন বারাকপুরের আইএসএফ প্রার্থী মহম্মদ জামির হোসেন ও বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। মঙ্গলবার প্রচণ্ড গরম উপেক্ষা করেই লাল ঝান্ডা নিয়ে বাম কর্মীরা জড়ো হন বারাসত হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে। হুডখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গেই অশীতিপর তড়িৎবাবু আসেন জেলাশাসকের দপ্তরে। দেবদূত ঘোষের মনোনয়ন জমা দেওয়া থেকে শপথ নেওয়ার সময়ও পাশেই থেকেছেন তড়িৎ। তিনি বলেন, আমার আশীর্বাদ নিতে পার্থ ভৌমিক এবং অর্জুন সিং- দু’জনেই গিয়েছিলেন। তবে নিজের দলের প্রার্থীর হয়ে প্রচার করা থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় 
উপস্থিত থাকাটা অন্য বিষয়। রাজনীতি যতদিন করব, ততদিন মানুষের জন্য লড়ব। এদিকে দেবদূতবাবু বলেন, তৃণমূল আর বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন। প্রশাসন যদি সঠিকভাবে ভোট করাতে পারে, তাহলে বাম জোটই জয়ী হবে। - নিজস্ব চিত্র

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ