বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

লাঙলবেড়িয়া সমবায় সমিতিতে বিপুল অর্থ তছরুপের অভিযোগ, সিআইডি তদন্তের নির্দেশ কোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার লাঙলবেড়িয়া সমবায় সমিতিতে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির ঘটনায় এবার সিআইডিকে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা তদন্তের জন্য এডিজি সিআইডিকে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট না হলে পরবর্তীতে তিনি সিবিআই তদন্তেরও নির্দেশ দিতে পারেন বলে উল্লেখ করেছেন। এর আগে দক্ষিণ ২৪ পরগনার লাঙলবেড়িয়া সমবায় সমিতিতে মোট ৯ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৯১৮ টাকা তছরুপের অভিযোগে এফআইআর দায়ের করেন সমবায় সমিতির ক্ষতিগ্রস্ত সদস্যরা। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে কোনও সুরাহা না হওয়ায় তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রথমে বারুইপুর পুলিস জেলার সাইবার ক্রাইম থানাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা। এদিন সেই রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে কোটি কোটি টাকার আর্থিক তছরুপের প্রমাণ রয়েছে। যদিও ঘটনার তদন্তে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি। এরপরই তিনি সিআইডিকে তদন্তভার দিয়েছেন। বিচারপতি সিনহার নির্দেশ, তদন্তের জন্য এডিজি সিআইডিকে একটি দল গঠন করতে হবে। ১৪ মে’র মধ্যে দলের সদস্যদের নাম জানাতে হবে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন হলে পরবর্তীতে এই ঘটনায় তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দিতে পারেন।

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ