বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এখনও প্রচারে নামেনি আইএসএফ, সব এলাকা চষে বেড়াচ্ছে এসইউসি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে বহুদিন আগেই। কিন্তু এখনও রাস্তাঘাটে, এলাকায় বা গ্রামেগঞ্জে কোথাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএফএফ প্রার্থীর প্রচার বা জনসংযোগ কর্মসূচি দেখা যাচ্ছে না। যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নুর আলমকে ঘিরে এজন্য চারদিকে কানাঘুষো শুরু হয়েছে। ভোটের আর এক মাস বাকি। এখনও কেন রাস্তায় নামেননি আইএসএফ প্রার্থী, সে নিয়েও নানা মহলে প্রশ্নও উঠতে শুরু করেছে। অন্যদিকে, দিনরাত এক করে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছে এসইউসি।
আইএসএফ এখনও বেশিরভাগ সময় কর্মিসভা করেই কাটাচ্ছে। এই লোকসভা আসনের সাতটি বিধানসভা এলাকার যেসব জায়গায় তাদের সংগঠন মজবুত, সেখানে আপাতত কর্মী বৈঠকের উপরই জোর দেওয়া হচ্ছে। এই দলের যাদবপুর লোকসভা আসনের পর্যবেক্ষক অনির্বাণ তলাপাত্র বলেন, যেহেতু এখনও এক মাস বাকি রয়েছে, তাই আমরা আগেই প্রচার করতে চাইছি না। শেষ লগ্নে প্রচার করে মানুষের মনে দাগ কাটাই মূল উদ্দেশ্য। পয়লা মে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে, এই লোকসভা আসনের গ্রাম থেকে শহর, সর্বত্রই নানা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে চলেছেন এসইউসি প্রার্থী কল্পনা নস্কর। কখনও মিছিল কখনও আবার পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে কথা বলে প্রচার সারছেন তিনি। 

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ