বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তৃণমূল প্রার্থীর মিছিলে স্কুল পড়ুয়া, বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শাসকদলের ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের শামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে। রীতিমতো পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে ছাত্রছাত্রীরা হাঁটল কয়েক কিলোমিটার। অভিযোগ, তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের ‘মডেল’ হিসেবে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বোদরা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় পড়ুয়াদের। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক শওকত মোল্লা। 
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পগুলিকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সোমবার সকালে প্রখর রোদের মধ্যে সোনারপুর-ঘটকপুকুর রোডের বোদরাতে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি বড় র‌্যালি করেন শওকত। সেখানে এই সব সরকারি প্রকল্পগুলিকে তুলে ধরতে স্কুলের ছাত্রছাত্রীদের মডেল হিসেবে হাজির করানো হয়। ঘটনার নিন্দা করে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প তো তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। সাধারণ মানুষের করের টাকায় কিছু জনকল্যাণমূলক কাজ হয়। এই গরমের মধ্যেও স্কুলের ছাত্রছাত্রীদের মিছিলে শামিল করার তীব্র নিন্দা করছি। বিষয়টি অমানবিক। আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক বলেন, অনুদান দিয়ে মানুষকে বোকা বানানোর রাজনীতি চলছে। স্কুলের বাচ্চাদের মিছিলে হাঁটানো গর্হিত অপরাধ। এখন থেকেই শিশু মনে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে শওকত বলেন, কোনও স্কুলের পড়ুয়াকে মিছিলে শামিল করা হয়নি। টিউশন থেকে বাড়ি ফেরার পথে দু’একজন উৎসাহী বাচ্চা মিছিলে ঢুকে পড়েছিল। 

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ