বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আমতার বাকসিতে অভিষেকের সভা: ‘যাঁর জন্য ১০০ দিনের টাকা পেলাম, তাঁকে একবার দেখব না!’ 

সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার দুপুর ২টো। আমতার বাকসি ফুটবল মাঠে হাতে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বছর পঁয়ষট্টির অজয় বেরা। আপনার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করতে বললেন, ‘মানকুরে’। কেন এসেছেন? ‘শুনেছি, মন্ত্রী অভিষেক আসবেন। তাঁকে দেখতে এসেছি। এতদিন টিভিতে দেখেছি। এবার সামনে থেকে দেখব। দুপুরে একমুঠো খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। একবার দেখেই বাড়ি চলে যাব’। কিছুটা দূরে ছায়ায় বসে আছেন বাকসির বাসিন্দা ৫৭ বছরের মনোজ সাঁতরা। তিনি বললেন, ‘একশো দিনের প্রকল্পে কাজ করলেও টাকা পাচ্ছিলাম না। যাঁর জন্য টাকা পেলাম, তাঁকে একবার দেখব না! আগে সামনে থেকে দেখিনি, তবে টিভিতে দেখেছি। বাড়ির কাছে আসছে শুনে চলে এলাম’। শুধু অজয় বেরা বা মনোজ সাঁতরা নয়, এমন অনেকেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে দুপুর থেকেই বাকসি ফুটবল মাঠে হাজির হয়েছিলেন। দীর্ঘক্ষণ মাঠের ধারে বসে শেষে বিকেলে হেলিকপ্টারকে চক্কর মারতে দেখে উল্লাসে ফেটে পড়েন এই মানুষজন। তবে এদিন অনেকেই সভাস্থলে না গিয়ে হেলিপ্যাডের কাছে ভিড় জমিয়েছিলেন অভিষেককে দেখার জন্য। অন্যদিকে সভা শেষে বাড়ি ফেরার সময় চায়ের দোকানে দেখা হল কমল জানার সঙ্গে। বছর বাহাত্তরের এই বৃদ্ধ বলেন, ‘অনেক বছর ধরে ভোট দিচ্ছি। সবাই বলেছিল কুলিয়া সেতু হবে। হয়নি। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বলেছিলেন সুকান্তকে ভোট দাও, সেতু হবে। সেই সেতুর কাজ শুরু হয়েছে। আমরা খুশি। যাই বল, এঁরা যা বলেন, তা করে দেখান। সেইজন্য আজ দেখতে এসেছিলাম’।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ