বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সাতসকালে ঢাকুরিয়া লেকে দেবশ্রী, গোলপার্ক থেকে মিছিল সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় পতাকা নেই। নেই রাজনৈতিক স্লোগানও। শনিবার সাতসকালে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পৌঁছে গেলেন ঢাকুরিয়া লেকে। প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে চলল আলাপচারিতা। লেকের ধার ধরে খানিকটা হেঁটেও গেলেন দলের কর্মীদের সঙ্গে। ভোট প্রচারের চেনা ছবি থেকে বেরিয়ে জনসংযোগে যেন তাজা হাওয়ার সঞ্চার করলেন তিনি। সন্ধ্যা নামতেই গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মহামিছিলে যোগ দিলেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। সিপিএম যখন গোলপার্কে, তৃণমূল প্রার্থী মালা রায় মিছিল করলেন হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডে। তিনি বলেন, ‘আপনারা সকাল সকাল ভোট দেবেন। ৪২ আসনেই আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত শক্ত করতে সবাইকে এক ছাতার তলায় থাকতে হবে।’ অন্যদিকে, কলকাতা উত্তর কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য টালা পোস্ট অফিস থেকে পদযাত্রা করেন। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সারাদিন চৌরঙ্গী, জোড়াসাঁকো, নারকেলডাঙা, বেলেঘাটা, এন্টালি এলাকায় প্রচার সারেন। 
ঢাকুরিয়া লেকে এদিন সকাল ৭টার আগেই পৌঁছে গিয়েছিলেন দেবশ্রী। তিনি বলেন, ‘অনেকেই আমাকে এখানে আসতে বলেছিলেন। এটা দক্ষিণ কলকাতার ফুসফুস। এই এলাকা নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে। সেগুলি শুনতে এসেছিলাম।’ বিকেলে তিনি গড়িয়াহাট থেকে প্রচার করেন। সন্ধ্যায় সখেরবাজারে মহিলা সম্মেলনে যোগ দেন বিজেপি প্রার্থী। এদিন বিকেলে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত জিপে চেপে মিছিল করেন সিপিএম প্রার্থী সায়রা। মিছিলে তাঁর সঙ্গে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, এসএফআই নেত্রী ঐশী ঘোষ। হাজির ছিলেন কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। দীর্ঘ মিছিলে ঢাকুরিয়া-গড়িয়াহাটে যানজটের সৃষ্টি হয়।

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ