বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘বিজেপি সমর্থক’ গ্রামে পানীয় জলের সংযোগ হচ্ছে না, ক্ষোভ

সংবাদদাতা,  বারুইপুর: বিজেপি করেন। তাই পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে না গ্রামে। অভিযোগ গ্রামবাসীদের। এই ইস্যুতে শনিবার সকালে বারুইপুরের শিখরবালি দু’নম্বর পঞ্চায়েতের চন্দনপুকুরে পাইপ লাইন বসানোর কাজ বন্ধ করে দেন তাঁরা। এই নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর বলেন, ‘এটা ভুল কথা। যেখানে জলের কাজ বন্ধ হয়েছে সেই জায়গাটি ব্যক্তিগত মালিকানাধীন। কাজ শুরুর সময় মালিক আপত্তি জানান।’ এ কথা জানিয়ে তৃণমূলের প্রধানের বক্তব্য, ‘কিন্তু সম্পূর্ণ পাইপলাইনের কাজ বন্ধ করে দেয় গ্রামের লোকজন। এর সমাধানে উভয় পক্ষকে নিয়ে দ্রুত আলোচনা হবে।’ যাদবপুর লোকসভার বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন,‘আমি এই সব পরিবারের পাশে আছি। বিরোধী দল করেন বলে জল দেওয়া হবে না কেন? আমাদের কাছে এলে তাঁদের দাবি নিয়ে লড়াই করব।’ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘১৫ টি পরিবার জল পাচ্ছেন না বিজেপি করেন বলে। বিধানসভার অধ্যক্ষের কেন্দ্রে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।’ 
চন্দনপুকুর গ্রামের মহিলারা বলেন, ‘১৫টি পরিবারের জন্য জলের পাইপ লাইন ঢুকবে না। কিন্তু অন্য জায়গায় কাজ হবে। বিজেপি করাটাই আমাদের অপরাধ। পোস্ট পর্যন্ত ঢোকেনি এখানে। পঞ্চায়েত প্রধান নিজেই কাজ বন্ধ করে দিয়েছেন। তাই আমরা অন্য জায়গায় পাইপ লাইনের কাজ বন্ধ করে দিয়েছি।’

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ