বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

১০০ মিটারের মধ্যে দু’টি পৃথক কর্মসূচি বারাসতে বিজেপির গোষ্ঠীকোন্দল চলছেই

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের দিন যত এগিয়ে আসছে, বারাসতে বিজেপির গোষ্ঠী কোন্দল ততই যেন বেআব্রু হয়ে পড়ছে। ভোটের মুখে নেতারা দলের অন্তর্কলহের কথা স্বীকার না করলেও গেরুয়া শিবিরের কাজকর্মেই তা বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যেমন, শনিবার অশোকনগরে মাত্র ১০০ মিটারের ব্যবধানে বিজেপির পৃথক দু’টি কর্মসূচি আয়োজিত হয়েছে। যা ঘিরে বিড়ম্বনা বেড়েছে গেরুয়া শিবিরের।  দলীয় বৈঠকে এনিয়ে খোদ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। 
শনিবার অশোকনগর বিধানসভা এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে কর্মসূচি করে বিজেপি। প্রথম কর্মসূচিটি হয় অশোকনগর বিল্ডিং মোড় এলাকার চড়ুইভাতি হলে। সেখানে উপস্থিত ছিল প্রার্থী স্বপন মজুমদার সহ দলের নবনীতা চক্রবর্তী, সুজয় দে’দের মতো ‘বিক্ষুব্ধ’দের একটি বড় অংশ। এই কর্মসূচি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপির অন্য একটি গোষ্ঠী পৃথক কর্মসূচি আয়োজন করে। সেখানেও প্রার্থী উপস্থিত ছিলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দু’টি কর্মসূচিতে গিয়েই স্বপনবাবু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হয়ে ভোট ময়দানে নামার আহ্বান জানান। স্বাভাবিকভাবেই একই এলাকায় দু’টি পৃথক সভা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিজেপির অন্দরে। বিজেপি নেতা সুজয়বাবু বলেন, ‘প্রথমে কর্মসূচিটি হয়েছিল বিক্ষুব্ধ নেতৃত্বদের নিয়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলীয় প্রার্থীকে জেতাতে সর্বতোভাবে চেষ্টা করব। আর প্রার্থী নির্দেশ দিয়েছেন, কোথাও নিজেদের মধ্যে দ্বন্দ্ব না রেখে লড়াই করতে হবে।’ বিজেপির বারাসত সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘আমার অন্য একটি কাজ থাকায় একটি কর্মসূচিতে যেতে পারিনি। আমাদের মধ্যে কোথাও কোনও দ্বন্দ্ব নেই।’
এ প্রসঙ্গে দলের বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, ‘ভোটের জন্য আলাদা আলাদা কর্মসূচি হতেই পারে। কোথাও আমাদের মধ্যে লড়াই নেই। আমাদের সবার লড়াই তৃণমূলের বিরুদ্ধে।’ বিজেপির এই কোন্দল নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা গুপি মজুমদার বলেন, ‘আসলে বিজেপির পায়ের তলায় মাটি নেই। কিছু লোকজন রয়েছে, তারা নিজেরা লড়াই করছে। বিজেপির উচিত আগে নিজেদের ঘরের লড়াই বন্ধ  করা। তারপর তো তৃণমূলের সঙ্গে লড়াই।’ 

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ